আমরা এই পূজার উপকরণ রূপে খাদ্য ভোজ্য দিয়ে যেভাবে অতীতের ন্যায়, বুদ্ধ পূজা ও সীবলী পূজার আয়োজন করছি, সেই পূজার উপকরণ গুলোর ফলমূল কুচি-কাটা না করে পরিপূর্ণ আকারে সজ্জিত যদি করা হয়, কেক্ মিষ্টি ও অন্ন-ব্যঞ্জন দ্রব্যাদিতে মাছি ও ধূপকাঠির ছাঁই না পড়ে মতো ঢাকনা যুক্ত যদি করা হয়, পূজা-উৎসর্গের পরে এসকল খাদ্য-দ্রব্য যদি হাসপাতালের রোগীকে, অনাথাশ্রমের শিশুদেরকে, বিহারের ভিক্ষু-শ্রামণ ও সেবকদেরকে অথবা গরীব ও ভিখারীদেরকে প্রদান করা হয়; এমন পূজাই হবে বুদ্ধের মতো জ্ঞানীদের প্রশংসিত।
– ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো।
