ব্রেকিং নিউজ

এমন পূজাই হবে বুদ্ধের মতো জ্ঞানীদের প্রশংসিত: ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো

14484978_688665454616199_2593557566050552923_n

আমরা এই পূজার উপকরণ রূপে খাদ্য ভোজ্য দিয়ে যেভাবে অতীতের ন্যায়, বুদ্ধ পূজা ও সীবলী পূজার আয়োজন করছি, সেই পূজার উপকরণ গুলোর ফলমূল কুচি-কাটা না করে পরিপূর্ণ আকারে সজ্জিত যদি করা হয়, কেক্‌ মিষ্টি ও অন্ন-ব্যঞ্জন দ্রব্যাদিতে মাছি ও ধূপকাঠির ছাঁই না পড়ে মতো ঢাকনা যুক্ত যদি করা হয়, পূজা-উৎসর্গের পরে এসকল খাদ্য-দ্রব্য যদি হাসপাতালের রোগীকে, অনাথাশ্রমের শিশুদেরকে, বিহারের ভিক্ষু-শ্রামণ ও সেবকদেরকে অথবা গরীব ও ভিখারীদেরকে প্রদান করা হয়; এমন পূজাই হবে বুদ্ধের মতো জ্ঞানীদের প্রশংসিত।
– ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

গৌবিন্দ ঠাকুরের অলৌকিক জীবন কাহনী – সংগ্রহে – বকুল বড়ুয়া ( তৃতীয় পর্ব)

তৃতীয় পর্ব….. গুরু ঠাকুরের স্মৃতি মন্দিরের উত্তর দিকে,ডাবুয়া খালের পুর্ব পাশে ইসহাকের মা’র ঘোনা নামে …

Leave a Reply

Translate »