নিউজ —ত্রিরত্ন বার্তা।।
বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অসহায়ত্ব দিন যাপন করছিল। কোন রকম সিএনজি চালিয়ে তাদের সংসার চালাতো। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হওয়ার পর খুব কষ্টে তাদের দিন চলতে থাকে।ওনার অসুস্থতা কথা ত্রিরত্ন সংঘের কাছে অভিব্যক্ত করে ত্রিরত্ন সংঘের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন।
“ছোট ছোট বালি কনা, বিন্দু বিন্দু জল,
গড়ে তুলি মহাদেশ সাগর অতল”।।
আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস ও চেষ্টার ফলে
একজন রোগীকে বাঁচাতে অনুপ্রেরনা ও মনোবলই যথেষ্ট।
খুব স্বল্প সময়ে দেশে ও দেশের বাহিরে, সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ীরা,শুভাকাঙ্ক্ষী, প্রবাসী শ্রদ্ধাভাজন দাদা দিদিরা যেভাবে সাড়া দিয়ে অসহায় দীপক বড়ুয়ার পাশে দাঁড়িয়েছেন তার জন্য ত্রিরত্ন সংঘের পরিবার থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মাত্র কয়েক দিনের ব্যবধানে ত্রিরত্ন সংঘের উদ্যোগে ২৭,০০০/= সাতাশ হাজার টাকা সংগ্রহ করা হয়। আজ ১১/০৪/২০২১ বিকালে আধার মানিক ফুলের বাপের বাড়ি সার্বজনীন নন্দ কুঠিরের সামনে এ আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সুশান্ত বড়ুয়া ও কার্যকরী সদস্য রাজু বড়ুয়া।
যারা মানবতার তরে এগিয়ে এসে আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়েছেন তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
আমরাই আগামী দিনের পথ প্রর্দশক,
আমরা করব জয়।