প্রেতলোকে অবর্ণনীয় দু:খ থেকে মুক্তি পেতে চাইলে কি করতে হবে?

 

যারা মনুষ্যলোকে হিংসুক, কৃপণ, নিজে দান দেয় না, অপরকে দান দিতে নিষেধ করে তারা প্রেতলোকে উৎপন্ন হয়। প্রেতগণ শত সহস্র লক্ষ বৎসর এমনকি এক বুদ্ধান্তর কল্প পর্যন্ত একটি ভাতে কণা, এক বিন্দু জল খেতে পায় না। নিরন্তর ক্ষুধা পিপাসায় জর্জরিত হয়ে শরীরের মাংস লোহিত শুকিয়ে যায়। দেখতে অতীব ভীষণ মূর্তি ধারণ করে। বার বার দু:খ প্রদানের জন্য মিথ্যা শব্দ শুনতে থাকে --- আস, ভোজন কর, পান কর। তারা সত্য ভেবে বহুযোজন গেলে কোন দাতাকে দেখতে পায় না। অতপর তারা মহাদু:খজনক বাণী শুনে নাই, নাই। তখন তারা নৈরাশ্য হয়ে দু:খ করে পড়ে থাকে। আমরা কি এরকম জন্ম পেতে চাই? চাই না। তাই আমরা এমনভাবে কুশল কর্ম সম্পাদন করব যাতে মানব জীবন সার্থক হয়। নির্ভয়ে হাসিমুখে আমরা মরতে পারি। সকলের জয়মংগল হোক।

 

সূত্র – বিশ্বশান্তির সোপান পঞ্চশীল।