স্থায়ী ঘর কোথায়?

 

আমরা সংসার চক্রে ঘুরছি অনবরত। এটাকে বলা কর্মাবর্ত। অর্থাৎ কর্মের কারণে আমাদের জন্ম, মৃত্যু। একজন লোক অভাবের কারণে চুরি করলে এটাকে বলা হয় দুষ্কর্ম। আর দান দক্ষিণা করে যখন দেবসুখ, স্বর্গসুখ কামনা করা হয় তাকে বলা হয় সুকর্ম।দুষ্কর্ম আর সুকর্মকে কর্মই বলা হয়। এটাকে বলা হয় সংসার চক্র। আমরা জন্মলগ্ন থেকে পঞ্চষ্কন্ধকে বহন করে চলেছি। বুদ্ধ বলেছেন, এই পঞ্চষ্কন্ধই হচ্ছে “দু:খ সত্য”। যদি কেউ এক কারাগারে বন্দী অবস্থায় অশেষ যন্ত্রণা পাবার পরে অন্য কারাগারে যাওয়ার জন্য প্রার্থনা করে তাকে মূর্খ ছাড়া কিইবা বলা যায়? আমরা যদি বিদর্শন ভাবনা না করে শুধুমাত্র দান-শীলে আবদ্ধ থাকি আমাদের পরিণতিও কিন্তু একই হবে। কারণ ভাবনা ছাড়া মুক্তি নাই। আমরা যদি বিদর্শন ভাবনা না করি তাহলে আমাদের স্থায়ীঘর হবে দু:খময় সংসারচক্র। কারাগার সদৃশ সংসারচক্রে ঘুরতেই থাকব কখনো মুক্তি পাব না। তাই সময় থাকতে সকলেই সতর্ক হোন।