বুদ্ধত্ব লাভের একদিন আগে সিদ্ধার্থ কি স্বপ্ন দেখেছিলেন?

 

তথাগত মহাকারুণিক বুদ্ধত্ব লাভের ঠিক একদিন আগে অর্থা বৈশাখী পূর্ণিমার আগের দিন স্বপ্ন দেখেছিলেন “উনার নাভিদেশ থেকে ‘টিরিয়’ নামক এক প্রকার ঘাস নাভি ভেদ করে আকাশমার্গে শূন্যে অনেকদূর উঠে গেছে।“

এই স্বপ্নের অর্থ বুদ্ধত্ব লাভ করার পরে বুঝতে পারলেন, যেহেতু শরীরের মাঝখানে নাভির অবস্থান সেহেতু তিনি একত্রিশ লোকভূমির সকল সত্ত্বের উদ্দেশ্যে মধ্যম প্রতিপদা ধর্মই দেশনা করবেন। মধ্যম প্রতিপদা ধর্ম কি? সেটা হলো আর্য অষ্টাংগিক মার্গ অর্থাৎ মধ্যম পথ। বুদ্ধ ছয় বছর কঠোর সাধনা করে যখন বুদ্ধ হতে পারেননি। যখন তিনি মধ্যম পথ অবলম্বন করলেন তখনই তিনি বুদ্ধ হতে পেরেছিলেন। এই মধ্যম পথ হচ্ছে নির্বাণগামী ধর্ম আর্য অষ্টাংগিক মার্গ। যাকে বলা হয় সত্য মার্গ। এই সত্য মার্গ অত্যন্ত কঠিন, নিগূঢ়, সূক্ষ্ম ধর্ম।আর্য অষ্টাংগিক মার্গ মানে সম্যক দৃষ্টি, সম্যক বাক্য, সম্যক সংকল্প, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি।

তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্মচক্র প্রবর্ত্তনকালে ধর্মচক্র প্রবর্ত্তন সূত্রে পঞ্চবর্গীয় শিষ্যদের বলেছিলেন, এই অষ্ট অংগ সম্বলিত আর্য মার্গ, যাহা চতুর্স্মৃতি প্রস্থানের সাথে পরম সুখ,পরম মহাঅসংষ্কৃত নির্বাণ ধাতুকে প্রত্যক্ষ করার একটি মাত্র পন্থা।এই মার্গকে আমরা যদি চর্চা করি, আচরণ করি, তাহলে আমাদের অন্তরে থাকবে নির্বাণগামী মার্গের বীজ বা পারমী, যে বীজ কখনো ধ্বংস হবে না। একদিন এই পুণ্যের পারমী বলে নির্বাণকে দর্শন করতে পারবে।

সূত্র-দেশনা কল্পতরু।