আমরা যদি সত্যি সত্যিই নির্বাণ পেতে চাই,
তাহলে আমাদের ধর্মকে আচরণ করতে হবে। আমি সারাদিন বুদ্ধের সামনে বসে প্রার্থনা
করলাম-বুদ্ধ আমি যেন নির্বাণ পাই, তাহলে আমার নির্বাণ লাভ সূদুর পরাহত। নির্বাণ
পেতে হলে আমাকে যথাযথ আচরণ করতে হবে। কিরকম আচরণ? প্রথমত শীল পালন করতে হবে, দান
করতে হবে যথাসাধ্য এবং ভাবনা করতে হবে। দান-শীলের যে শক্তি, যে হেতু সৃষ্টি হবে
সেটা পরিপূর্ণতা লাভ করবে ভাবনা করলে। ভাবনা ব্যতীত মার্গফল কোনদিন লাভ করা সম্ভব
নয়। মার্গফল ব্যতীত পাপ ক্ষয় হয় না। পাপ ক্ষয় না হলে নির্বাণ লাভ হবে না।
কারণ আমাদের অতীত জন্ম-জন্মান্তরের বহু পাপ
জমা রয়ে গেছে। এজন্য বুদ্ধ বলেছেন, আমরা সবাই “রোগী”। আমাদের মধ্যে যে রোগ আছে তা
আমরা দেখতে পাই না। তাই আমাদের ভয় উৎপন্ন হয় না। অতীত জন্মের কথা বাদ দিলে বর্তমান
জন্মে আমরা অকল্পনীয় পরিমাণ পাপ-অকুশল কর্ম করি। এগুলো ক্ষয় করার একমাত্র মাধ্যম
মার্গফল। “মার্গফল” আমাদের পাপকে মুছে দিতে পারে।
যদি এই জন্মে “স্রোতাপত্তি মার্গফল” লাভ করা
সম্ভব হয়, তাহলে অনেক পাপ ক্ষয় হয়ে শুধুমাত্র সাতটি জন্ম বাকী থাকবে। এমন কিছু
রুক্ষ্ম পাপ ক্ষয় হবে, যদ্বারা অপায় দ্বার রূদ্ধ হয়ে যাবে। এইজন্য যেহেতু দুর্লভ
মানব জন্ম লাভ করেছেন, সেহেতু জন্মটাকে সার্থক করার জন্য একটু চেষ্টা করুন। দেখবেন
আপনি পারবেন সফল হতে। কারণ একমাত্র মনুষ্য জন্মই সকল দু:খ অতিক্রম করে নির্বাণ লাভ
করার সুবর্ণ সময়। তাই সকলেই সচেতন হোন, সচেষ্ট হোন নির্বাণ স্রোতে ভাসবার, তাহলে
সুখ আসবেই নিশ্চিত।