তথাগতের পরিনির্বাণের
সময় আয়ুষ্মান উপবান ভিক্ষু তথাগতের সম্মুখে দন্ডায়মান থাকাকালীন তথাগত উপবান
ভিক্ষুকে বলিলেন, হে উপবান ভিক্ষু, আমার সম্মুখে দাড়াইও
না। তখন আনন্দ স্থবির চিন্তা করলেন, উপবান ভিক্ষু বুদ্ধের একনিষ্ঠ সেবক, ভগবানের
আজ্ঞাকারী হওয়া
সত্ত্বেও কেন তথাগত উপবান ভিক্ষুকে সরিয়ে
দিলেন? ইহার হেতু কি? ইহার প্রত্যয় কি? আনন্দ স্থবির তথাগতের নিকট এর কারণ জানতে
চাইলে তথাগত বললেন, হে আনন্দ, “ তথাগতকে দর্শনের জন্য কোটিশত সহস্র চক্রবালের দেবগণ
সমাগত হয়েছেন। কুশীনারার মল্লরাজগণের শালবন এবং তাহার চতুর্দিকে দ্বাদশ যোজন
পর্যন্ত স্থানের মধ্যে কেশাগ্র প্রমাণ স্থান নাই, যাহা মহা প্রভাবশালী দেবতা দ্বারা
পরিপূর্ণ হয় নাই। আনন্দ, দেবগণ অসন্তুষ্টি সহকারে বলিতেছেন, আমরা বহু দূর হইতে
তথাগতকে দর্শন করিতে আসিয়াছি। বহুকালের পর কদাচিৎ লোকে তথাগত অর্হৎ সম্যক
সম্বুদ্ধগণ উৎপন্ন হইয়া থাকেন। অদ্য রাত্রির শেষ প্রহরে তথাগতের পরিনির্বাণ হইবে।
এই মহাশক্তিশালী ভিক্ষু (উপবান ভিক্ষু) ভগবানের
সম্মুখে তাহাকে আচ্ছাদন করিয়া দাড়াইয়া থাকায়, আমরা অন্তিম সময়ে তথাগতের
দর্শন লাভ করিতে পারিতেছি না।“
এই কারণে তথাগত উপবান
ভিক্ষুকে সরিয়ে দিলেন।
সূত্র-মহাপরিনির্বাণ
সূত্র।