ভাবনা করতে গেলে কিছু বিষয় জানা খুবই
প্রয়োজন। যেমন আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যান, তাহলে আপনার থেকে জানতে হবে
কিভাবে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়ীতে উঠতে হবে? ঢাকা ষ্টেশনে নেমে যে জায়গায় যাবেন
সেই জায়গার ঠিকানা, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন গাড়ীতে করে যাবেন, সব যদি জানা থাকে
১০ ঘন্টা হোক, ২০ ঘন্টা হোক আপনি পৌছবেন। তাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়
উপস্থাপন করছি।
পঞ্চ ষ্কন্ধ (ষ্কন্ধ পাচ প্রকার)
১। রূপ ষ্কন্ধ – (বিকার হওয়া
স্বভাব ধর্ম সমূহ)
২। বেদনা ষ্কন্ধ – (সুখ-দু:খ অনুভূতির স্বভাব
ধর্ম সমূহ)
৩। সংজ্ঞা ষ্কন্ধ – (পরিচিতি
ও
পরিচয় মনে রাখার স্বভাব ধর্ম সমূহ)
৪। সংষ্কার ষ্কন্ধ – (পুণ্য, পাপ আদি কর্ম
চেতনার স্বভাব ধর্ম সমূহ)
৫। বিজ্ঞান ষ্কন্ধ – (জানা, বুঝা স্বভাব ধর্ম
সমূহ)
১৮ প্রকার ধাতু
আয়তন ১২ প্রকার :
১। চক্ষু আয়তন ----- ১। রূপ
১। চক্ষু বিজ্ঞান
২। কর্ণ ------------- ২। শব্দ
২। কর্ণ বিজ্ঞান
৩। নাসিকা ----------৩। গন্ধ
৩। নাসিকা বিজ্ঞান
৪। জিহবা ---------- ৪। রস
৪। জিহরা বিজ্ঞান
৫। কায়
ও
--------- ৫। ষ্পর্শ
ও
৫। কায় বিজ্ঞান
৬। মন
------------ ৬। ধর্ম
৬। মনো বিজ্ঞান