দানের মহাফল কিভাবে হবে?

 

বুদ্ধ বলেছেন একজন শীল, সমাধি, প্রজ্ঞা সম্পন্ন লৌকিক লোকোত্তর গুণে পরিপূর্ণ পুদগলদের দান করলে দানের ফল হয় অপ্রমেয়। একটি উদাহরণের মাধ্যমে দেখুন -------

তথাগত মহাকারুণিক সম্যক সম্বুদ্ধ তাবতিংস স্বর্গে অভিধর্ম দেশনা করার প্রাক্কালে দুইজন দেবপুত্র যথাক্রমে ইন্দক ও অংকুর সশ্রদ্ধে  বুদ্ধের দেশনা শোনার জন্য উপস্থিত হন। যখন ঋদ্ধিসম্পন্ন দেবতাগণ বুদ্ধের দেশনা শোনার জন্য আসতে লাগলেন তখন অংকুর দেবপুত্র পেছনে যেতে যেতে দশ যোজন দূরে চলে গেলেন। কিন্তু ইন্দক দেবপুত্র বুদ্ধের সামনেই স্থিত রইলেন। এর কারণ কি?

কারণ --- অংকুর দেবপুত্র যখন মানুষের আয়ু ১০০০০ বছর ছিল তখন ১২ যোজন দীর্ঘ লম্বা চুলাতে রান্না করে সশ্রদ্ধ চিত্তে দান  করেছিলেন। এভাবে দান করা সত্ত্বেও গ্রহীতাগণ সাধারণ পৃথকজন হওয়ায় অংকুর দেবপুত্রের দানের ফল কম হয়েছিল।

পক্ষান্তরে ইন্দক দেবপুত্র অরহত অনুরুদ্ধ স্থবিরকে মাত্র এক চামচ ছোয়াইং দান করলেও গ্রহীতা অরহত ছিলেন বিধায় কুশল কর্মটি উৎকৃষ্ট ফল প্রদান করায় ইন্দক দেবপুত্রকে নিজের স্থান থেকে পেছনে যেতে হয়নি।

এইজন্য দান করার সময় দানের মহাফল হবে এমন পুদগলকে বাছাই করে দান করা উচিত। সকলের মংগল হোক।

 

সূত্র – দান ও ফল, উ গুণবদ্ধন পঞ্ঞা থের।