তির্য্যক কূলে জন্ম নিলে পুণ্য কিভাবে করবেন?

 

যেই জীব উচ্চতার চেয়েপ্রস্থে বা চড়ায় বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে তির্য্যক বলে।তির্য্যক প্রাণীদের সবসময় মৃত্যুভয়ে ভীত থাকতে হয়।কোন কোন তির্য্যক প্রাণীদের আজীবন প্রাণীহ্ত্যা করে নিজের জীবন রক্ষা করতে হয়। যেমন সর্প মন্ডুককে ভক্ষণ করে, মন্ডুক বিভিন্ন ক্ষুদ্র প্রাণী আহার করে, তেমনি সিংহ, বাঘ প্রভৃতি বিভিন্ন প্রাণী হত্যা করে জীবন রক্ষা করে।মাংসভোজীরা প্রাণীদের বিবিধ উপায়ে দু:খ দিয়ে হত্যা করে।তির্য্যক প্রাণীরা সর্বদা দন্ড ভয়ে, কসাঘাত যন্ত্রণার ভয়ে অনিচ্ছা পূর্বক ভার বহন করে থাকে। এমনকি দ্রুত চলবার জন্য বেত্রাঘাত, হস্ত দ্বারা আঘাত সহ্য করতে হয় তাদের। গো যানে, অশ্ব শকটে তির্য্যকেরা অতি ভারবাহী বোঝা টানতে বাধ্য হয়। বহন করতে অসমর্থ, পিপাসিত, ক্ষুধার্ত হলে বলতে পারে না। এভাবে তির্য্যক প্রাণীদের বিভিন্নভাবে দু:খ পেতে হয়। সদ্ধর্মে সংজ্ঞাহীন, সর্বদা মৃত্যুভয়ে ভীত উদ্বিগ্ন তির্য্যক কূলে জন্ম নিলে কিভাবে পুণ্যার্জন করবেন? তাই এখনি সচেষ্ট হোন। এখনো সময় আছে আমরা সুগতি লাভ করার জন্য সচেষ্ট হতে পারি। সকলের জয়মংগল হোক।