আমরা সবসময় বিভিন্ন বিহারে বুদ্ধের মাথার উপর
চাদোয়া লাগিয়ে দিয়ে দান করি। ধ্বজা দান করি। আজ জানব এইসব দান করলে কি কি ফল লাভ
করা যায়?
চাদোয়া দানের ফল ----
১। ক্ষমতাবান হতে পারে।
২। যশ-খ্যাতি লাভ করে।
৩। শরীর স্বর্ণ বর্ণের অধিকারী হয়।
৪। ধন সম্পদের অধিকারী হয়ে সুখে বাস করে।
৫। অরহত্ত্ব জ্ঞানের অধিকারী হয়।
ধ্বজা দান করলে ----
১। সর্বক্ষেত্রে জয় লাভ করে।
২। সকলেই সম্মান করে।
৩। দাতার সর্বদা উন্নতি হয়।
৪। ধ্বজা বিজয়ের প্রতীক।
আমরা যখন জেনে বুঝে দান করব সেই দানের ফল হয়
অপ্রমেয়। এখন থেকে আমরা সেই অপ্রমেয় পুণ্যের অধিকারী হব। সকলের মংগল হোক।
সূত্র-দান
ও
ফল, উ গুণবদ্ধন পঞ্ঞা থের।