লেখক পরিচিতি

আজান ব্রহ্মবংশ এর জন্ম লন্ডনে, ১৯৫১ সালে। তিনি স্কুলে থাকতেই বৌদ্ধ বইপত্র পড়ে পড়ে নিজেকে একজন বৌদ্ধ বলে মনে করতেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যা পড়ার সময়ে বুদ্ধধর্ম ও ধ্যানের প্রতি তাঁর আগ্রহ আরও বাড়ে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে এক বছর শিক্ষকতা করে তিনি এরপর থাইল্যান্ডে পাড়ি জমান ভিক্ষু হওয়ার জন্য।

 

তিনি তেইশ বছর বয়সে ব্যাংককে ওয়াট সাকেট বা সাকেট বিহারের অধ্যক্ষ কর্তৃক উপসম্পদাপ্রাপ্ত হন। পরবর্তী নয় বছর ধরে তিনি আজান চাহ্ এর অধীনে বন-ভাবনা ধারায় শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

১৯৮৩ সালে তাকে পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থের কাছে একটি বনবিহার প্রতিষ্ঠার কাজে সহায়তা করতে বলা হয়। আজান ব্রহ্ম্ বর্তমানে পশ্চিম অস্ট্রেলিয়ার বোধিঞাণ বিহারের অধ্যক্ষ এবং পশ্চিম অস্ট্রেলিয়ার বুড্ডিস্ট সোসাইটির আধ্যাত্মিক পরিচালক।