হৃদয়ের দরজা খুলে দিন
সম্পাদনায়ঃ শ্রীমৎ করুনাবংশ ভিক্ষু।
হৃদয় নাড়া দেওয়া গল্প, সত্যি ঘটনা।
লেখক: আজান ব্রহ্মবংশ মহাথেরো
অনুবাদক: জ্ঞানশান্ত ভিক্ষু
এপস ক্রিয়েটর: স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
বই প্রকাশকঃ কল্পতরু, রাংগামাটি
এপস প্রকাশক: নির্বাণকামী গ্রুপ
আমার গুরু আজান চাহকে, যিনি শান্তিতে বেঁচেছিলেন,
আমার সতীর্থ ভিক্ষুদেরকে, যারা আমাকে নিরবতার সৌন্দর্য মনে করিয়ে দেয়, আর আমার বাবাকে, যিনি আমাকে দয়া শিখিয়েছিলেন।
নিজেকে এক মুহূর্তের শান্তি দিন,
আর তখন আপনি বুঝবেন
কেমন বোকার মতো আপনি ছুটোছুটি করেছেন।
নিরব হতে শিখুন,
আর তখন আপনি খেয়াল করবেন
আপনি খুব বেশি বকবক করেছেন।
দয়ালু হোন,
আর আপনি তখন উপলব্ধি করবেন
অন্যদের প্রতি আপনার ধারণাটা খুব কঠোর ছিল।
প্রাচীন চীনা প্রবাদ