ব্রেকিং নিউজ

✍️না হলাম বৌদ্ধ না হলাম সাধক – জগাখিচুরি। না হবে স্বর্গ না হবে নির্বান একুল ওকুল দুকুল হারা যারা তাদের প্রতি মৈত্রী চিত্তে🌸

সংস্কার বিহীন হওয়াটা – হচ্ছে নির্বান কিন্তু আপনাদের যুক্তি অনুসারে বুদ্ধ মহা দোষ করেছিলেন কারন তিনি তার সংস্কৃতি, জাতী ভুলে গিয়ে বুদ্ধ হয়েছিলেন – আর তাই আপনারা এখন জোরে সোরে লেগেছেন তার শিক্ষাকে সনাতন ধর্মের মোড়কে ফিরিয়ে নিয়ে যেতে, কেউ বড়ুয়া, চাকমা, বার্মা, থাই কেউ শ্রীলঙ্কা ইত্যাদিতে। বুঝে শুনে বুদ্ধ ভাষিত কথার ভুল ব্যাখ্যা – যেমন জনৈক তিনি বেশ জোরে সোরে ভাবনা শুরু করেছিলেন, নিমিত্ত পর্যন্ত বুঝেছিলেন কিন্তু সমাহিত হতে পারেন নি অতএব ব্যাখ্যা দিয়ে দিলেন অরহত হবার জন্য সমাধির প্রয়োজন নেই এবং ত্রিপটকিয় সূত্রের ও প্রসংগ টেনে যেভাবে উক্ত সেভাবে না বলে কিছু লাইন সুবিধামতো বসিয়ে দিয়ে আগরতলাকে চৌকিরতলা বানিয়ে দিলেন। আপনারা যখন এভাবে বুদ্ধকে অবমাননা করেন তাতে দোষ হয় না আর ওরা কাপড়ে-টাপরে বুদ্ধের ছবি ছাপলে মহা দোষ হয়ে যায় – ওরা আপনাদের থেকে এ সব শিখছে – ওদের দোষ অন্তত আপনাদের চেয়ে কম। তাদের বিচার চান তা আপনাদের ঘরের বিচার করবে কে? 💐সেদিন আর বেশি দুরে নয় দেখা যাবে বড়ুয়াদের এক ধরনের বুদ্ধ চাকমাদের আর এক ধরনের। আপনারা যারা পুর্বপুরুষ নিয়ে ব্যস্ত তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি এর পুর্ব জন্মে কি হিন্দু ছিলেন না মগ না বড়ুয়া না মুসলিম – সেটা ও ভাবুন – খোরাক দিলাম। আপনার বাবা আপনার ঠাকুরদার কথা ভেবে হয়রান হয়ে লাভ কি নিজে এ জন্মের পুর্বে কি ছিলেন সেই লাইনে ভাবুন না? না আপনারা পূর্ব জন্মে বিশ্বাসী নন, বিশাসি বাবা-ঠাকুর দাদাতে? হায়রে প্রজ্ঞাবান, বিদর্শনাচার্য, এমন কি ভিক্ষুদের মুখে শুনি একি কথা আপনার বড়ুয়া, চাকমা, সিংহ জাতিকে বাচাতে হবে এর জন্য প্রয়োজন বিহারের – তবে এ বিহারগুলো কি জাতীবাদ বা জাতপ্রথা ফিরিয়ে আনার হাতীয়ার?🌺 আপনারা কি চান – আপনার ছেলে-মেয়ে বা আপনি স্বয়ং ভালো মানুষ হয়ে ঊঠেন নাকি দলাদলিতে মত্ত হয়ে স্বর্গটা ও হারাবেন। যিনি ভালো মানুষ নন তিনি কি করে শুদ্ধ প্রজ্ঞাবান মানুষ হবেন – নির্বান দুরস্থ। হায়রে বুদ্ধ বৌদ্ধ নামে যারা বড়ুয়া, চাকমা ইত্যাদি জাতী, সংস্কার এ আসক্ত – তবে কারা মোহে আসক্ত? কারা জাতিতে আসক্ত? এমন ও শুনছি মেডিটেশান সেন্টারে শেখানো হবে কিভাবে জাত প্রথাকে ধরে রাখতে হয়, কিভাবে বড়ুয়া, চাকমা হতে হয়। সুতারাং কয়েক কোটি টাকা খরচ করে মেডিটেশান সেন্টার করতে হবে – না হলে মেডিটেশান ও হবে না – মেডিটেশান তো দুরের কথা – মানবতা ও লুন্ঠিত। শ তিনশো লোকের জন্য কয়েকটি বিহার কোটি কোটি টাকা খরচে করে কারন জাতী রক্ষা করতে হবে বুদ্ধের শিক্ষার ধারন ও পালন নয় – ইনাদের ধর্ম দেশনা ও নিজ জাতীর মধ্যে সীমিত। 🌷 তাই শিরোনামে বলা, না হবে স্বর্গ না হবে নির্বান, একুল ওকুল দুকুল হারা যারা। প্রাসাদ থেকে বের হয়ে গিয়ে বুদ্ধ পেয়েছিলেন নির্বান এখন যা দেখছি ইনারা প্রাসাদের মধ্যে পাচ্ছেন নির্বান। যার প্রাসাদ যত বড় তিনি তত বড় নির্বানের অধিকারী – না না বলবেন না এটা লাভ সৎকার🌹 বিনয়কে (গৃহী বিনয় ও ভিক্ষু বিনয়) বুদ্ধ শাসনের আয়ু বলা হয়। বিনয় যতদিন বুদ্ধ শাসন ও সুরক্ষিত থাকবে ততদিন, বুদ্ধ শাসন স্বমহিমায় বিরাজ করবে। এখন আপনারা নিজেদের নিজেরা প্রশ্ন করে দেখুন উক্ত বিনয়ের জন্য আগাছার মতো বহু বিনয়হীন বহু ভিক্ষু কিংবা গৃহী প্রয়োজন না অল্প হলে ও বিনয়ি গৃহী ও ভিক্ষু? নাকি বহু ভন্ড ভিক্ষু, গৃহী ও বিহার প্রয়োজন? আপনারা কি চান বুদ্ধ ধর্ম না বুদ্ধু ধর্ম? 🥀যা লিখেছি করুনা সম্পত্তিতে অনুপ্রানীত হয়ে লিখার চেষ্টা – রাগ বা অশান্ত হয়ে নয় – উদ্দেশ্য এতে যদি আমাদের সম্যক দৃষ্টি লাভে সহায় হয়🙏
বিশেষভাবে উক্ত ত্রিপিটকে ছয় ধরনের অভিজ্ঞার উল্লেখ পাওয়া যায় যথাঃ ১)ইধি বিদ্যা বা আধিদৈবিক ক্ষমতা ২) দিব্ব-সোতা বা অলোকদৃষ্টি ৩) চেতো-পারিয়া বা টেলিপ্যাথি ৪) নিজের পূর্বজন্মের স্মৃতিকথন বা পুব্বে-নিবাসনুস্‌সতি ৫) অন্যের পূর্বজন্ম ও জন্মান্তর দর্শনের ক্ষমতা বা দিব্ব-চক্‌খু ৬) আসবক্ষয় যা প্রদান করে অরহত্ব। 🌼শুধু মাত্র সমাধির মাধ্যমে প্রথম ৫টি অর্জন সম্ভব তবে ৬নংটি যা আসবক্ষয় বিদর্শন জ্ঞান ব্যতিরেকে সম্ভব নয় যা হচ্ছে দুঃখ নিবৃত্তি। উল্লেখ্য এই ধরনের অভিজ্ঞাগুলো ৪র্থ ধ্যান (jhana) পরবর্তী লাভ করে থাকে🕵
 
সুসিম সুত্রে উক্ত️ – যে ব্যক্তি অপরাধকে অপরাধরূপে দেখে ধর্মানুসারে প্রতিকার করে এবং ভবিষ্যতে সংযত হয়, এটা আর্য-বিনয়ে উন্নতি।’☘️
 
🙏সে ভাবেই আহবান করেছি ট্রাডিশনাল বৌদ্ধ না হয়ে বুদ্ধ হবার প্রচেষ্টায় বৌদ্ধ হউন। পোষ্টটি শেয়ার করে ধর্মদান করুন। জগতে্র সকল প্রানী সুখী হউক – মনুষত্ব বিকাশের ধর্ম- বুদ্ধের শিক্ষা চীরজীবি হউক। 🙏
 
🙏অন্য লেখাগুলো পড়তে চাইলে নিচের লিঙ্ক থেকে পড়তে পারেন
 
☸️বাংলায় সম্পুর্ন ত্রিপিটক বলে মহাপাপ করতে চাই না কারন অর্থকথা ছাড়া ত্রিপিটক সম্পুর্ন হয় না (কিছু অর্থকথা) এখনো বাংলায় অনুদিত হয়নি। তবে অর্থকথা ছাড়া ত্রিপিটকের বেশীর ভাগ বই সহ মোট ৬৫টি পড়ুন বিনা পয়সায়, আপনার মোবাইল, টেলিভিশন, ট্যাব্লেট, আইপ্যাড থেকে যখন খুশী তখন। প্রায় পাঁচ বছর আগে করা, এন্ড্রয়েড ফোনে গুগল প্লে ষ্টোরে ক্লিক করে সার্চ বক্সে লিখুন Snehashis Priya Barua আর আপেল ফোন Iphone হলে IBooks বা Books এ ক্লিক করে সার্চ বক্সে লিখুন Snehashis Priya Barua এবং এন্টার চাপলে দেখাবে সব বইগুলি। তৎপর যেটি খুশী সেটি ইনষ্টল করে নেন তারপর পড়তে শুরু করুন আর যদি চান মোবাইল কিন্তু আপনাকে তা পড়ে শোনাতে পারবে।
Android Phone থেকে গুগোল প্লেষ্টোরে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করে ও যেতে পারেনঃ
https://play.google.com/store/search…
আর আপেলের জন্য (যেমন Iphone) নিম্নোক্ত আপাততঃ
১) বিনয়পিটকে চুল্লবর্গ https://books.apple.com/us/book/id1175364753
২) দীর্ঘ নিকায় ১ম ভাগ https://books.apple.com/us/book/id1177815709
৩) দীর্ঘ নিকায় ২য় ভাগ https://books.apple.com/us/book/id1177829910
৪) দীর্ঘ নিকায় ৩য় ভাগ https://books.apple.com/us/book/id1177831114
৫) বিনয়পিটকে মহাবর্গ https://books.apple.com/us/book/id1173750171
৬) বিনয়পিটকে পরিবার পাঠ https://books.apple.com/us/book/id1175122398
৭) অপদান ১ম খন্ড https://books.apple.com/us/book/id1177809651
৮) হৃদয়ের দরজা খুলে দিন https://books.apple.com/us/book/id1175849345
৯) দৃষ্টিজাল https://books.apple.com/us/book/id1175941489

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »