ব্রেকিং নিউজ

বৌদ্ধদের ইতিহাসের পাতায় ফাল্গুনী পূর্ণিমা

fb_img_1552903898013

বুদ্ধ কপিলবস্তু গমনের দিবস (ফাল্গুনী পূর্ণিমা) এবং কঠিন চীবর লাভী ভিক্ষু’র ৫ মাস পঞ্চদোষ বিবর্জনের সমাপ্ত দিন।

১০৩ মহাসালে বুদ্ধ মগধ রাজ্যে রাজগৃহ বেণুবন বিহারে অবস্থান করেছিলেন। সেই সময়ে রাজা শুদ্ধোদন ১০জন মন্ত্রী’র প্রতি ১জনের ৯৯৯জন,একেক পরিষদ ৯ পরিষদে ১০০০জন করে,নয় পরিষদে মোট ৯০০০জন বুদ্ধকে রাজধানী কপিলবস্তু আগমনের জন্য ফাং করতে রাজগৃহে পাঠিহয়েছিলেন। সেই ৯০০০জন সকলেই বুদ্ধের মুখনিঃসৃত আর্যসত্যের অমৃত ধর্মোপদেশ শ্রবন করে “এহি ভিক্ষু” হয়েছিলেন।

কপিলবস্তুতে কেউই ফিরে না আসায় অবশেষে পরিষদ সহ মন্ত্রী কালুদায়ীকে পাঠিয়ে দিলে তার পরিষদও বুদ্ধের মুখনিঃসৃত অমৃতময় ধর্মোপদেশ শ্রবন করে ক্ষীণাসব অরহত “এহি ভিক্ষু” হয়েছিলেন।

অতপর কালুদায়ী থের অপরূপ “মনোমুগ্ধকর ফাল্গুনমাস”এর প্রাকৃতিক অপূর্ব সজ্জিত সৌন্দর্যবর্ধন ও পিতৃধনের মহোপকার গুণকথা স্মরণে বিরচিত ৬৪টি গাথায় বুদ্ধের নিকট কপিলবস্তু গমনের জন্যে প্রার্থনা করেছিলেন।

কালুদায়ীর প্রার্থনাক্রমে ২০ হাজার অরহত পরিষদকে নিয়ে ১০৩ মহাসালে ফাল্গুনী পূর্ণিমার পরদিন থেকে ৬০যোজন দূরত্বপথকে দিনে একযোজন করে পথব্রজে ৬০দিন ধরে রাজগৃহ থেকে রাজধানী কপিলবস্তু গমন করেছিলেন।

সম্যকসম্বুদ্ধ কপিলবস্তু গমন সদ্ধর্ম ইতিহাসের পাতায়—
১। নিগ্রোধ আরাম।
২। সাক্যবংশের মানাহং ত্যাগের ‘পোক্খরবস্স’ বৃষ্টিবর্ষণ।
৩। হাজার গাথালঙ্কৃত “বেস্সান্তর জাতক” দেশনা প্রদান।
৪। ধর্মপাল জাতক দেশনা প্রদান। এতে রাজা অনাগামী এবং বিমাতা স্রোতাপত্তি মার্গ-ফল লাভ।
৫। যশোধরার উদ্দেশ্যে চন্দ্রকিন্নরী জাতক দেশনা প্রদান।
৬। নন্দকুমার প্রব্রজ্যা লাভ।
৭। পুত্র রাহুল প্রব্রজ্যা লাভ।
৮। হাজার সাক্য রাজকুমার প্রব্রজ্যা লাভ।
৯। জ্ঞাতিদেরকে বুদ্ধের প্রতি প্রসন্ন করার সমর্থতায় কালুদায়ী “কুলপ্পসাদ” শ্রেষ্ঠপদ প্রশংসা লাভ।
১০। সারিপুত্র প্রার্থনাক্রমে ‘বুদ্ধবংশ’ দেশনা প্রদান।

সবার “ফাল্গুনী পূর্ণিমা” সম্পর্কিত অল্প হলেও পিটকীয় জ্ঞান ভাণ্ডার পূর্ণ হোক।

ধর্মপূজায় ভদ্দন্ত পঞ্ঞাদীপ ভিক্খু (সতের বর্ষা)। দূপুর ১২.৫৮ মিঃ। ১৭/৩/২০১৯ইং।রাঙ্গামাটি।

সম্মন্ধে Buddhasree Bhikkhu

এটা ও দেখতে পারেন

স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।

নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …

Leave a Reply

Translate »