ব্রেকিং নিউজ

একজন প্রশ্ন করেছিল

“কেউ যদি অাপনাদের পবিত্র ত্রিপিটক পুড়িয়ে ফেলে তাকে অাপনি কি করবেন?”

তাকে বলেছিলাম “কিছুই করব না৷ কারণ অামাদের ধর্ম বইয়ের পাতায় থাকে না, অক্ষরের মধ্যেও থাকে না৷”

—”তাহলে অাপনাদের ধর্ম কোথায় থাকে?”
“অামাদের ধর্ম থাকে অাচরণ এবং প্রতি পালনের মধ্যে৷”

—”যদি বই-ই না থাকে তাহলে জানবে কেমন করে?”

“ধর্ম জিনিসটি বই থেকে পাওয়ার নয়৷ ধর্ম জিনিসটি সম্পূর্ণ প্রকৃতিগত৷ যে অন্তর থেকে সৃষ্টির সকল প্রাণীর প্রতি করুণাশীল, অহিংসা পরায়ণ সেতো অাপনা হতে এমনিতেই প্রকৃতির ধর্ম পালন করছে৷ যে নিজেকে অন্যায় অপকর্ম হতে দূরে রাখে, ঘৃনা, পরশ্রী কাতরতা হতে দূরে রাখে সেতো বুদ্ধের পথেই চলছে৷ সে উপরে যেটাই নিয়ে থাকুক অন্তরের ধর্মতো প্রকৃতির ধর্মই ধারণ করে অাছে৷ অার যা প্রকৃতির ধর্ম, পৃথিবীর প্রত্যেক জ্ঞাণীগণেই অাচরণ করেন সেটাই যে বৌদ্ধ ধর্ম৷”

—”অাপনাদের ধর্মে কি মানবের জীবন বিধান সম্পর্কে বলা অাছে?”
“হ্যাঁ, তবে শুধু মানব নয়৷
সৃষ্টির সকল প্রাণীর প্রতি কেবল একটা বাক্যই বলেছেন৷ অার সেটা হলো “মনকে নিয়ন্ত্রন করো” কারণ যার মনটাই নিয়ন্ত্রিত তার সবকইছুই নিয়ন্ত্রিত৷ মনের অনিয়ন্ত্রনের কারণেই অাকাশসম চাওয়া, অগ্নিসম ক্রোধ, হিংসা…..র অাবির্ভাব৷”

তাই বৌদ্ধ ধর্মে ত্রিপিটক পোড়ানোর দায়ে কাউকে মৃত্যু দণ্ড এমনকি তিল পরিমানও অাঘাত করা হয় না৷
যে প্রকৃতির ধর্মকে মানে সে বৌদ্ধ ধর্মকে অাপনা হতেই পালন করে৷

যারা কেবল দৈহিক বিধি বিধানকেই ধর্ম মানেন তারা ঠিক সুন্দর ফলের মতো, যার কেবল খোলশটাই সুন্দর৷ ভিতরের অংশ মূল্যহীন কিংবা পোঁকা ধরা৷
সত্বার দৈহিক নয়, মানসিক সৌন্দর্যতাই প্রকৃত সৌন্দর্য৷

One asked,
================
“What will you do if someone burns the Holy Tripitak of your people?”

I told him, “I will not do anything, because our religion is not on the pages of the book, nor in the letters.”

– “Where is your religion?”
“Our religion is in practice and in every celebration.”

– “If you do not have a book, how will you know?”

“The religion is not from the book, but the religion is purely nature, from which the grace of the creatures, the nonviolence of all the creatures, is being followed by the religion of nature, which keeps itself away from wrongdoing, hatred, parasri kept away from the hardships, so it is in the path of the Buddha. Whatever the above, the religion of the mind holds the religion of nature, which is the religion of nature, the symbol of the earth. It is the Buddhist religion that every citizen behaves. ”

– “What is the meaning of the life of man in the religion of humans?”
“Yes, but not just human.
Only one word has been said to all creatures of creation. It is that “control the mind” because the one whose mind is controlled is almost controlled. Due to non-control of mind, inventiveness, ignorance, anger and jealousy.

Therefore, the death sentence and even the amount of sesame were not killed in the Buddhist religion for burning a Tripitaka.
The nature of religion means that it keeps Buddhism from itself.

Those who accept religion only as rules of the law, are just as beautiful fruits, which are simply pungent. The inner part is worthless or sticks.
The physical beauty is not physical, mental beauty is the real beauty.

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

দুর্গম এলাকায় ত্রিরত্ন সংঘের আরো একটি বুদ্ধ প্রতিবিম্ব দান।

বাংলাদেশ সহ বহিবিশ্বে সকলের কাছে সুপরিচিত সংগঠন ত্রিরত্ন সংঘ ২৭/৯/১৯ইং রোজ শুক্রবার আরো একটি বুদ্ধ …

Leave a Reply

Translate »