ব্রেকিং নিউজ

বুদ্ধের শাসন চিরস্থায়ী হোক

চার প্রকার উপাসক/উপাসিকা আছে, সেই উপাসক /উপাসিকারা কে কে ?

১/ কোন উপাসক / উপাসিকা নিজে দান দেয়, অন্যকে দান দিবার জন্য উৎসাহিত করে না।
সে জন্ম – জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করে ঠিকই, কিন্তু পরিবার সম্পদ লাভ করে না।

২/কোন উপাসক / উপাসিকা নিজে দান দেয় না, তবে অন্যকে দান দিবার জন্য উৎসাহিত করে।
সে জন্ম – জন্মান্তরে পরিবার সম্পদ লাভ করে ঠিকই,
কিন্তু ভোগ সম্পদ লাভ করে না।

৩/ কোন উপাসক / উপাসিকা নিজেও দান দেয় না, অন্যকেও দান দিবার জন্য উৎসাহিত করে না।
সে জন্ম – জন্মান্তরে ভোগ সম্পদও লাভ করে না, পরিবার সম্পদও লাভ করে না। পরের উচ্ছিষ্টভোজী হইয়া সে জীবনধারণ করে।

৪/ কোন উপাসক / উপাসিকা নিজেও দান দেয়, অন্যকেও দান দিবার জন্য উৎসাহিত করে।
সেই ব্যক্তি জন্ম – , জন্মান্তরে ভোগ সম্পদও লাভ করে , পরিবার সম্পদও লাভ করে ।

জগতের সকল প্রাণী সুখী হোক।।
সাধু সাধু সাধু

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »