ব্রেকিং নিউজ

ভুজপুর থানার অন্তর্ভুক্ত ৭টি গ্রামে THE GIFT OF WARMTH মাধ্যমে শীতবস্ত্র বিতরণ 2016

২য় বছরের মত THE GIFT OF WARMTH মাধ্যমে আমেরিকা,ক্যালিফোর্নিয়া নিবাসী দাতা ভদন্ত বিপুলানন্দ ভন্তে ও Give With Compassion এর আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

15825953_10154817587232207_21623777811157420_n৩০ ডিসেম্বর ২০১৬ ইং রোজ শুক্রবার ভূজপুর বৌদ্ধ পরিষদ কতৃর্ক আয়োজিত ও হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সহযোগিতার মাধ্যমে চন্দ্রাখীল শান্তিধাম বিহারে চন্দ্রাখীল গ্রামে ভূজপুর থানার ও ভূজপুর বৌদ্ধ পরিষদের অন্তর্ভুক্ত মোট ৬টি গ্রাম ও বিহারে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।১. ভূজপুর হরিণা অমৃত ধাম বিহার, গ্রাম হরিণা,২ ভূজপুর সিংহরিয়া বোধি নিকেতন বিহার, গ্রাম সিংহরিয়া,৩ আমতলী ড.জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, আমতলী গ্রাম,৪ চন্দ্রাখীল শান্তিধাম বিহার,গ্রাম চন্দ্রাখীল,৫ উওর সুনদরপুর কুজ্ঞবন বিহার,গ্রাম উওর সুনদরপুর, ৬ পশ্চিম কৈয়া শশ্বান বিহার, গ্রাম পশ্চিম কৈয়া।

15727205_10154817592267207_387434816110332201_nউক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উওর ফটিকছড়ি-ভুজপুর আঋলিক ভিক্ষু সমিতির সহ-সাধারণ সম্পদক ভদন্ত লোকশ্রী থেরো. প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন পূজনীয় বিপুলানন্দ ভান্তের গর্ভধারিনী মাতা প্রভা বড়ুয়া।উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সভাপতি সুকান্ত বড়ুয়া(বিপুল),সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক রিপন বড়ুয়া ও প্রিয়সেন বড়ুয়া এবং ভূজপুর বৌদ্ধ পরিষদের সভাপতি রণজিৎ বড়ুয়া, সিনিয়র সভাপতি পরিমল বড়ুয়া, সহ-সভাপতি সুকান্ত বড়ুয়া(বিপুল),সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, যুগন-সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক রিপন বড়ুয়া সদস্য প্রমুখ।উপস্থিত ছিলেন শীল-মৈত্রী পরিষদের সভাপতি হিল্লোল বড়ুয়া(পুলক)।শীত বস্ত্র বিতরন সার্বিকভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করেন বাবু উত্তম বড়ুয়া।Pic 1Pic 2

 

 

 

 

 

৩০ ডিসেম্বর ২০১৬ ইং শুক্রবার ভূজপুর বৌদ্ধ পরিষদ কতৃর্ক আয়োজিত ও হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সহযোগিতার মাধ্যমে সুবনছড়ি বেনুবন বিহারে শীতবস্ত বিতরন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবনছড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ ভন্তে। প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন প্রভা বড়ুয়া। উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতি ও ভূজপুর বৌদ্ধ পরিষদের সদস্য প্রমুখ।সার্বিক সহযোগিতা করেন উত্তম বড়ুয়া।সুবনছড়ি গ্রামে অনেক পার্বত্য র্মামা বৌদ্ধ আদিবাসী বাস করে।
15780739_10154831421907207_2176096271512612165_n

15800222_10154831409692207_1027555253292784457_o    15895453_10154831418957207_8253579233961652274_o

 

সম্মন্ধে Bipulananda Vante

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Translate »