ব্রেকিং নিউজ

বীর মুক্তিযোদ্ধা কিরন বড়ুয়া চলে গেলেন না ফেরার দেশে -সাথীপ্রিয় বড়ুয়া

রামু উপজেলার বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়া আর নেই। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলার উত্তর ফতেঁখারকুল বড়ুয়া পাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরণ বড়ুয়া।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্নীয় স্বজন ও শুভ্যানুধায়ী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়া রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বড়ুয়া পাড়া এলাকার প্রয়াত নগেন্দ্র বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে স্থানীয় শ্মশানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্র বড়ুয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে প্রয়াতের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন। এ সময় রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক, রনধির বড়ুয়া, মাস্টার সতিশ বড়ুয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়ার পারলোকিক সদগতি কামনায় দুপুর ২টায় তাঁর নিজ বাড়িতে এক অনিত্য সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার উঃ কুশল্ল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানপ্রিয় থের’র সভাপতিত্বে অনুষ্ঠিতিউক্ত সভায় ধর্ম দেশনা দান করেন ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত শীলমিত্র ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু এবং ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।

মুক্তিযোদ্ধা কিরণ বড়ুয়ার প্রয়ানে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

দুর্গম এলাকায় ত্রিরত্ন সংঘের আরো একটি বুদ্ধ প্রতিবিম্ব দান।

বাংলাদেশ সহ বহিবিশ্বে সকলের কাছে সুপরিচিত সংগঠন ত্রিরত্ন সংঘ ২৭/৯/১৯ইং রোজ শুক্রবার আরো একটি বুদ্ধ …

Leave a Reply

Translate »