ব্রেকিং নিউজ

নির্বাণকামী ডেস্ক-

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে
জাতিসংঘের সামনে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার (১২ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবিসহ প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবি করেন বক্তারা।

বক্তারা মন্দির ভাঙচুর ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বলেন, এ হামলার পুরো দায় সরকারকে নিতে হবে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কোনো প্রতিকার হচ্ছে না। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুরা আগেও নিরাপদ ছিলেন না, এখনো নিরাপদ নন।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক শিতাংশু গুহ, অধ্যাপক নবেন্দু দত্ত, সুশীল সাহা, নয়ন বড়ুয়া, প্রিয়তোষ দে প্রমুখ।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »