ব্রেকিং নিউজ

পূর্ব বিনাজুরী ধর্মাঙ্কুর বিহারে কঠিন চীবর দানোৎসব** রাজেশ বড়ুয়া

 

1 2 3 4
শতাব্দীর প্রাচীন পুণ্যভূমি পূর্ব বিনাজুরী ধর্মাঙ্কুর বিহারের অনুষ্ঠিত হল কঠিন চীবর দানোৎসব ===================== রাউজান উপজেলার বধিষ্ণু বৌদ্ধ জনপদ পুণ্যতীর্থ শতাব্দীর প্রাচীন পূর্ব বিনাজুরী ধর্মাঙ্কুর বিহারে ধর্মীয় ঘারবতার মধ্যে দিয়ে মহাসারম্ভে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দান, সকাল ৯ ঘটিকায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও দুপুর ২ ঘটিকায় দান সভার কার্য আরম্ভ হয়, মহতী এ দানোনুষ্ঠানে সদ্ধর্ম বারিধি, বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিক ভদন্ত প্রিয়দর্শী মহাথেরোর সভাপতিত্বে, রাজগুরু ভদন্ত ইন্দারাচারা মহাথের মহোদয় প্রধান জ্ঞাতীর আসন অলংকৃত করেন, দান সভায় বিশেষ জ্ঞাতি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ভদন্ত বোধিপাল মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের, ভদন্ত সুমেধানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ থের, ভদন্ত বিমলাচার থের মহোদয়, সদ্ধর্ম সভায় বিদর্শনাচার্য্য ভদন্ত উ সুবর্ণ থের প্রধান সদ্ধর্ম দেশক হিসাবে সদ্ধর্ম দেশনা করেন, এছাড়া সদ্ধর্ম দেশনা করেন, ভদন্ত সংঘরত্ন থের, ভদন্ত রাষ্টপাল থের, ভদন্ত আনন্দশ্রী থের, ভদন্ত ধর্মবোধি ভিক্ষু, ভদন্ত কে শ্রী ইন্দ্রবংশ ভিক্ষু, ভদন্ত আদিবংশ ভিক্ষু, মহতী এ দানসভা বাবু রাজেশ বড়ুয়ার সঞ্চালনায়, মঙ্গলাচরন পাঠ করেন এস প্রিয়পাল শ্রমণ, উদ্বোধনী ও স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু মিশন বড়ুয়া ও সৌরভ বড়ুয়া সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু প্রকাশ বড়ুয়া, সুজন বড়ুয়া, অপু বড়ুৃযা, রিপন বড়ুয়া, লিংকন বড়ুৃয়া, শুভ বড়ুয়া সহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ, এবং দানসভার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় অনলাইনে,

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »