ব্রেকিং নিউজ

পেঁচা বুদ্ধপ্রমুখ ভিক্ষুসংঘকে নমষ্কার করছে দেখে বুদ্ধ হেসেছিলেন কেন?

পেঁচা বুদ্ধপ্রমুখ ভিক্ষুসংঘকে নমষ্কার করছে দেখে বুদ্ধ হেসেছিলেন কেন?

ইলা মুৎসুদ্দী

b25

একসময় ভগবান বেদিয় পর্বতের ইন্দ্রশাল গুহায় অবস্থান করেন। ভগবান ভিক্ষায় যাবার সময় ঐ পর্বতবাসী এক পেঁচা অর্ধপথ এগিয়ে দিয়ে আসত এবং প্রত্যাবর্তনের সময় আধাপথ হতে আগুবাড়িয়ে নিয়ে আসত।

একদিন অপরাহ্নে ভিক্ষুসংঘ পরিবৃত ভগবান বুদ্ধকে প্রশস্ত পাষাণে উপবিষ্ট দেখে সেই পেঁচা পাখা বিস্তৃত ও মাথা নীচু করে বুদ্ধপ্রমুখ ভিক্ষুসংঘকে বার বার নমস্কার করতে থাকে। তা দেখে ভগবানের কমলাননে হাসি ফুটে ওঠে। আনন্দ স্থবির হাসির কারণ জিজ্ঞাসা করায় ভগবান বলেন-

আমার প্রতিও অনুত্তর ভিক্খুসংঘের প্রতি চিত্তপ্রসাদ উৎপন্ন করে এ পেঁচা শতসহস্র কল্প দুর্গতিতে গমন করবে না; দেবলোক হতে চ্যুত হয়ে কুশলের প্রভাবে সৌমনস্য নামক অনন্তজ্ঞানী (প্রত্যেকবুদ্ধ) হবে।

পেঁচাটি দুই অসংখ্য কল্প ধরে প্রত্যেক বুদ্ধত্ব লাভ করবার জন্য সে পারমিসম্ভার পরিপূর্ণ করে আসছিল। অতীতে বহু বুদ্ধও ভিক্ষুসংঘের সেবা-পূজা করেছে বলে বুদ্ধ ও ভিক্ষুসংঘ দর্শনে তার এমন শ্রদ্ধা উৎপন্ন হয়।

সম্মন্ধে ela mutsuddi

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »