ব্রেকিং নিউজ

নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদ্‌যাপিত লিখেছেন:-বাপ্পা বড়ুয়া,নিউইর্য়ক ঘুরে এসে!!

14808048_1182823341798660_1535228135_o 14825586_1182823328465328_266401864_nধর্মীয় ভাবগম্ভীর উৎসবমুখর পরিবেশে গত ২৩শে অক্টোবর ,২০১৬ ইং,রোজ রবিবার নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দানশ্রেঠ শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে ।এ উপলক্ষ্যে প্রথম পর্বে অত্র বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থেরো’র সঞ্চালনায় বাংলাদেশ থেকে আগত পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধিপতি ভদন্ত সংঘপ্রিয় মহাথের’র সভাপতিত্বে পরলোকগত জ্ঞাতিগনের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান,পূন্যদান,বুদ্ধপূজা উৎসর্গ,বুদ্ধ মূর্তি উৎসর্গ এবং বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় ।সপ্ত আর্য্যধর্ম সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের ।পঞ্চশীল প্রার্থনা করেন সপ্তপর্না বড়ুয়া। দ্বিতীয় পর্বে দুপুর ১ টায় জয়দীপ বড়ুয়া ও জোনাকী চাকমার উপস্থাপনায় পূজনীয় ভিক্ষুসংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সুদীপ্তা বড়ুয়া,অরিত্ব বড়ুয়া,রিমি বড়ুয়া,অনিন্দ বড়ুয়া ও মিহির কুমার চাকমা।এরপর বনভান্তের রচিত একটি উদ্বোধনী সংগীত পরিবেশনা করেন প্রিয় রঞ্জন বড়ুয়া,সপ্তবর্না বড়ুয়া,শান্তা বড়ুয়া ও প্রেরণা বড়ুয়া প্রমুখ।ভিক্ষুসংঘের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রকৌশলী রানা বড়ুয়া।স্বাগত ভাষণ রাখেন সমর রঞ্জন সিংহ। বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ করার উপায় ভাবনার তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন শ্রীমৎ সত্যানন্দ থের।এতে আরো সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সংঘপ্রিয় মহাথের,ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনপাল মহাথের, নিউইর্য়ক ওয়াট যোথানারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কন্ডল মহাথের ও ভদন্ত ইন্তেকা মহাথের। বৌদ্ধ কীর্তন গেয়ে উপাসক-উপাসিকারা দানশ্রেষ্ঠ কঠিন চীবর পরিক্রমা করেন ।বিকালে পঞ্চশীল প্রার্থনা করেন পূর্নেন্দু বিকাশ বড়ুয়া।উক্ত ধর্মানুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ,কল্পতরু উৎসর্গ,কঠিন চীবর দান উৎসর্গ ও জল ঠেলে পূণ্যানুমোদন করেন অত্র বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের। ধন্যবাদজ্ঞাপন করেন প্রকৌশলী সত্যজিৎ বড়ুয়া।সপ্তবর্না বড়ুয়া’র সমাপনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কঠিন চীবর দানের অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।সারাদিন ব্যাপী এই মঙ্গলময় পূণ্যানুষ্ঠানে ধর্মপিপাসু দুই শতাধিক উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »