ব্রেকিং নিউজ

বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের এি-চীবর দান।

বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের এি-চীবর দান।
===================================
শান্তি -সাম্য-মৈএী-অহিংসা বুদ্ধের মূল বাণী।তথাগত বুদ্ধের বাণী বিশ্বে পান্হপথে পৌঁছে দিতে ও সদ্ধর্মের পতাকা উড্ডীয়ন রাখতে ও নির্মাণে,উন্নয়নে, অনুদানে, মানবতায়, দানে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত বদ্ধপরিকর।
১৯৯৬ সাল হতে প্রতি বছর কঠিন চীবর দানে আমরা এি-চীবর দান করে আসছি। ঐতিহ্যর ধারবাহিকতায় এই বারের কঠিন চীবর মহাৎসবে ছয়টি(৬) এি-চীবর দান ও বিহারধ্যাক্ষ কে ক্রেস্ট প্রদান করতে যাচ্ছি। সদ্ধর্মের উন্নয়নে, অগ্রগতিতে আমরা আপনাদের মতামত, সহযোগিতা কামনা করি।

নিবেদক – বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

দুর্গম এলাকায় ত্রিরত্ন সংঘের আরো একটি বুদ্ধ প্রতিবিম্ব দান।

বাংলাদেশ সহ বহিবিশ্বে সকলের কাছে সুপরিচিত সংগঠন ত্রিরত্ন সংঘ ২৭/৯/১৯ইং রোজ শুক্রবার আরো একটি বুদ্ধ …

Leave a Reply

Translate »