ব্রেকিং নিউজ

কঠিন চীবর দানের তালিকা

কঠিন চীবর দান কবে কোথায় সৌজন্যে নির্বানকামী গ্রুপ সহায়তায় মুদিতারত্ন ভিক্ষু ও সুমন রাজ
তারিখ বার বিভিন্ন বিহারের নাম

 

০১ নভেম্বর, ১৭ কার্তিক
মঙ্গলবার
রাউজান শান্তিধাম বিহার, কাঠাল ভাঙ্গাকুল সার্বজনীন বৌদ্ধ বিহার।

০২ নভেম্বর, ১৮ কার্তিক
বুধবার
আধারমানিক শ্রদ্ধানন্দ বিহার, উত্তর সুখবিলাস সদ্ধর্মোদয় বিহার, হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার, মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার, সোনাইছড়ি ত্রিরত্ন শরণ বিহার।

০৩ নভেম্বর, ১৯ কার্তিক
বৃহস্পতিবার
মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বিহার, আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহার, পশ্চিম সৈয়দবাড়ী শন্তিময় বিহার, মধ্যম ইদিলপুর জ্ঞানোদয় বিহার, খরনদ্বীপ আর্যবোধি বিহার, বেলখাইন শান্তিনিকেতন বিহার, চন্দ্রাখীল শান্তিধাম বিহার, সুরঙ্গা কুঞ্জবন বিহার, বাগোয়ান ফরাচিং বিহার, গহিরা বোধি বিহার, ধর্মপুর পূর্ণানন্দ বিহার, উদালিয়া শান্তি নিকেতন বিহার, আধারমানিক বোধি নিকেতন বিহার।

০৪ নভেম্বর, ২০ কার্তিক
শুক্রবার
দমদমা শান্তি নিকেতন বিহার, আব্দুল্লাপুর শাক্যমুনি বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, আমতলী ড. জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, কদলপুর শ্মশান বিহার, চন্দগাঁও সর্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহার, পশ্চিম আবুরখীল অজন্তা বিহার, হোয়ারাপাড়া রামদাশ বিহার, কাঝর দীঘিরপাড় জেতবন বিহার, হরিহর সর্বজনীন সম্মলিত শশ্মান বিহার, মধ্যম শিলক সুগতানন্দ বিহার, হাজারীরচর জ্ঞানাংকুর বিহার, উত্তর গুজরা ধর্মচক্র বিহার, বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহার, পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ বিহার, উত্তর ছিলোনিয়া জ্ঞানরত্ন বিহার, কুমিল্লা কনকস্তুপ বিহার।

০৫ নভেম্বর, ২১ কার্তিক
শনিবার
ক্যালিফোর্নিয়া বোধি বিহার, পান্হশালা ধর্মাঙ্কুর বিহার, বাড়বকুন্ড বৌদ্ধ বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, ফতেনগর শান্তি নিকেতন বিহার, পূর্ব বিনাজুরী ধর্মাঙ্কুর বিহার, ধুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহার, আবুরখীল দক্ষিন ঢাকাখালী নতুন বিদর্শনারাম বিহার, ধুমারপাড়া আনন্দ বিহার, চান্দগাঁও আনন্দ বিহার, ইছামতি ধাতুরত্ন বিহার, পদুয়া শান্তিনিকেতন বিহার, করল বিশুদ্ধানন্দ সার্বজনীন বৌদ্ধ বিহার, পূর্ব আধারমানিক বৈজয়ন্ত বিহার, পশ্চিম আধারমানিক সুখানন্দ বিহার।

০৬ নভেম্বর, ২২ কার্তিক
রবিবার
কুশলায়ন মেডিটেশন সেন্টার ফ্রান্স, হোয়ারাপাড়া সূর্যধন বিহার, নানুপুর আনন্দধাম বিহার, বালুখালী জগৎজ্যোতি বিহার।

০৭ নভেম্বর, ২৩ কার্তিক
সোমবার
মধ্যম আধারমানিক লুম্বিনী বিহার, নানুপুর চন্দ্রজ্যোতি বিহার, পশ্চিম খৈয়া সার্বজনীন শ্মশান বিহার, ইদিলপুর পূর্ণানন্দ বিহার, আধারমানিক ধর্মপাল বিহার।

০৮ নভেম্বর, ২৪ কার্তিক
মঙ্গলবার
মায়ানী অমিতাভ বিহার, পশ্চিম বিনাজুরী শান্তি নিকেতন বিহার, রাংগুনিয়া বিদর্শন ভাবনা কেন্দ্র পশ্চিম শিলক, লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহার, পাঁচখাইন বিপুলানন্দ বিহার।

০৯ নভেম্বর, ২৫ কার্তিক
বুধবার
পাঁচরিয়া গন্ধকুটির বিহার, গুমানমর্দন ধর্মচক্র বিহার, ইদিলপুর জ্ঞানবিকাশ বিহার।

১০ নভেম্বর, ২৬ কার্তিক
বৃহস্পতিবার
কোঠেরপাড় ত্রিরাত্নাঙ্কুর বিহার, মধ্যম বিনাজুরী বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহার, দমদমা বিবেকানন্দ বিহার, রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহার, সুখবিলাস লুম্বিনীকানন বিহার, গোমদন্ডী জ্ঞানোদয় সার্বজনীন বিহার, বৈদ্যপাড়া মহামেধ বিহার।

১১ নভেম্বর, ২৭ কার্তিক
শুক্রবার
রাউজান বিমলানন্দ বিহার, কদলপুর সুধর্মানন্দ বিহার, ফরাঙ্গীরখীল গৌতমমুণি বিহার, উত্তর সুন্দরপুর কুঞ্জবন বিহার, মায়ানী সুদর্শন বিহার, চট্টগ্রাম বুদ্ধাংকুর বিহার, আবুরখীল দক্ষিন ঢাকাখালী জেতবন বিহার, হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহার, পদুয়া সার্বজনীন বিহার, পশ্চিম আধারমানিক শান্তিনিকেতন বিহার, কর্তালা ধাতুচৈত্য লক্ষি বিহার, নির্বাণ ধর্মপ্রবর্তন বিহার বাহির সিগন্যাল, কদুরখীল জ্ঞানোদয় বিহার, দক্ষিন ছিলোনিয়া জিনরাম বিহার, মোগলটুলী শাক্যমুণি বুদ্ধ বিহার, দমদমা ড. ধর্মকীর্তি বিহার।

১২ নভেম্বর, ২৮ কার্তিক
শনিবার
আব্দুল্লাপুর ধাতুচৈত্য বিহার, অংকুরঘোনা জেতবনারাম বিহার, দমদমা নবাবপুর সার্বজনীন বিহার, পূর্ব বিনাজুরী রত্নাঙ্কুর বিহার, গুমানমর্দন শান্তি বিহার, পদুয়া রাজারহার বেণুবন বিহার, পদুয়া ত্রিপুরা সুন্দরী সারনাথ বিহার, তেকোটা সদ্ধমের্াদয় বিহার, আবুরখীল উত্তর ঢাকাখালী কেন্দ্রিয় বিহার, পূর্ব ইদিলপুর শাক্যমুণি বিহার।

১৩ নভেম্বর, ২৯ কার্তিক
রবিবার
বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ধ্যান কেন্দ্র ফ্রান্স, দমদমা অভয়শরণ বিহার, লাঠিছড়ি চুলামণি বিহার, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, শাকপুরা ধর্মানন্দ বিহার, রাউজান মধ্যমণি জেতবন বিহার।

১৪ নভেম্বর, ৩০ কার্তিক
সোমবার
ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার।

সম্মন্ধে vuato2

Leave a Reply

Translate »