ব্রেকিং নিউজ

হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর গৌতমাশ্রম বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও শ্রীমান ধর্মানন্দ শ্রামণের শুভ উপসম্পদা

14599850_1253034861404895_1343776021_o

হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর গৌতমাশ্রম বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানানুষ্ঠান ও শ্রীমান ধর্মানন্দ শ্রামণের শুভ উপসম্পদা

টিসু বড়ুয়া (শাওন) : উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আগামী ৫ নভেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানশ্রেষ্ঠ, দানরাজা, দানোত্তম শুভ কঠিন চীবর দান। দিবসব্যাপী নানা কমর্সূচির মধ্যে দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হবে পুণ্যময় এ দানানুষ্ঠান।

দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমান সময়ের উজ্জ্বল সাংঘিক ব্যক্তিত্ব, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সম্মানিত সভাপতি, মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও পালি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, বহু সংগঠের জনক ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের মহোদয়ের প্রাণপ্রিয় শিষ্য শ্রীমান ধর্মানন্দ শ্রামণের শুভ উপসম্পদা অনুষ্ঠান সম্পন্ন করা হবে। উক্ত পুণ্যময় অনুষ্ঠানে সর্বস্তরের সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ দায়ক-দায়িকাবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসী অনুরোধ জানিয়েছেন।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »