ব্রেকিং নিউজ

অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া ওয়ার্ল্ড ফেলোশীপ অব বুড্ডিস্ট ইয়ুথ এর কো-চেয়ারম্যান নির্বাচিত সংবাদঃ উজ্জ্বল কান্তি বড়ুয়া

 

14612500_1701205950206408_6781264772897319610_oবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব (ওয়ার্ল্ড ফেলোশীপ অব বুড্ডিস্ট ইয়ুথ’র বাংলাদেশ রিজিওনাল সেন্টার) এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া ওয়ার্ল্ড ফেলোশীপ অব বুড্ডিস্ট ইয়ুথ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬-৩০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল-এ অনুষ্ঠিত ২৮তম ওয়ার্ল্ড ফেলোশীপ অব বুড্ডিস্ট, ১৯তম ওয়ার্ল্ড ফেলোশীপ বুড্ডিস্ট ইয়ুথ, ১০তম ওয়ার্ল্ড বুড্ডিস্ট ইউনিভার্সিটি’র দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে তিনি কো-চেয়ারম্যান নির্বাচিত হন। উক্ত সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ৪১ (একচল্লিশ)টি দেশের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে।
অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তন্মধ্যে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর-এর সহ-সভাপতি ও প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি সদস্য, নব পণ্ডিত বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অগ্রসার বালিকা মহাবিদ্যালয় ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম-এর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »