ব্রেকিং নিউজ

ক) রাঙ্গুনিয়ায় অবৈধভাবে জায়গা দখল, নির্যাতন ও নিপীড়নের তালিকা—-

ক) রাঙ্গুনিয়ায় অবৈধভাবে জায়গা দখল, নির্যাতন ও নিপীড়নের তালিকা—-

১)        ১৫ জুন ২০১৪ সালে শিলক গ্রামের অনিল কান্তি বড়ুয়া’র স্ত্রীকে শারীরিক নির্যাতন (মারধর) করে কাগজি বাড়িঘর জবরদস্তি সহকারে দখল করেন স্থানীয় ৯নং শিলকের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম তালুকদারের পরিবার। (স্ত্রীঃ রনজিনা বড়ুয়া; ছেলেঃ অরুণজয় বড়ুয়া, সুজয় বড়ুয়া; গ্রামঃ পূর্ব শিলক, পোঃ শিলক, থানাঃ রাংগুনীয়া)

২)       ২৯ জুলাই ২০১৪ সালে দশমাইল গ্রামে অমলেন্দু বড়ুয়া, শিমুল বড়ুয়া’র জায়গা সহ উক্ত গ্রামে ১৫ বৌদ্ধ পরিবারকে উচ্ছেদ। (পতিাঃ ননী বড়ুয়া; মাতাঃ মনি বালা বড়ুয়া; গ্রামঃ দশমাইল, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৩)       ১১ ডিসেম্বর ২০১৭ সালে দশমাইল গ্রামে বিশুদ্ধানন্দ-জ্যোতিপাল বৌদ্ধ বিহার ভাঙ্গচুর ও উচ্ছেদ। (স্থাপিতঃ ২০১৬; গ্রামঃ দশমাইল, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৪)       ২০১৬ সালে রাজারহাট গ্রামের প্রয়াত ড. সানু বড়ুয়ার জায়গা বালি ভরাট করে অবৈধভাবে দখল। (স্ত্রীঃ অশ্রু বড়ুয়া, ছেলেঃ অভি বড়ুয়া, মেয়েঃ ববি বড়ুয়া, গ্রামঃ রাজারহাট, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৫)       ২৬ আগষ্ট ২০১৯ সালে রাজারহাট গ্রামের শত বছরের স্থায়ী প্রয়াত সুখেন্দু বড়ুয়া সওদাগরের দোকান দখল। (ছেলেঃ তপন বড়ুয়া, পবন বড়ুয়া, নিরুপম বড়ুয়া, গ্রামঃ রাজারহাট, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৬)       ১৯ এপ্রিল ২০২০ সালে রাজারহাট গ্রামের পরিমল বড়ুয়া’র (মাস্টার) জায়গা দখল।

(ছেলেঃ সুমেধ বড়ুয়া, গ্রামঃ রাজারহাট, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৭)       ২০১৬ সালে রাজারহাট গ্রামের প্রদীপ বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, মিলন বড়ুয়া, প্রসেনজিত বড়ুয়া’র জায়গা দখল। (গ্রামঃ রাজারহাট, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৮)       ০৩ এপ্রিল ২০০৯ সালে সুখবিলাস গ্রামের বাবু মিলন দে’র বাড়ি ও জায়গা দখল। (গ্রামঃ রাজারহাট, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

৯)       ২০১৬ সালে নির্মাণাধীন জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহার স্তম্ভ (পিলার) নির্মাণকাজ চলাকালীন সময় মোঃ এরশাদ মাহমুদ উক্ত বিহারের আবাসিক শিষ্য দিপংকর ভিক্ষুকে গলাধাক্কা ও নির্মাণকারী মিস্ত্রীকে মারধর করেন। (স্থাপিতঃ ২০১৬;  গ্রামঃ ভগবানপুর, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

১০)     ২০১৯ সালে ফলাহারিয়া গ্রামের রনজিত বড়ুয়াসহ পাঁচ বৌদ্ধ পরিবাররে জায়গা উচ্ছেদের হুমকি। (ছেলেঃ জগদিশ বড়ুয়া;  গ্রামঃ ফলাহারিয়া, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

১১)      ০৯ই জুলাই ২০২০ জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে নির্মাণাধীন বুদ্ধ প্রতিকৃতি ভাংচুর ও বিহারে অধ্যক্ষ এবং অবস্থানরত ভিক্ষুদের অশালীন আচরণ করেন। (স্থাপিতঃ ২০১২; গ্রামঃ ফলাহারিয়া, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

১২)     সুখবিলাস শিলক নদীর পার্শবর্তী বৌদ্ধদের ১ একর জায়গা জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারের নামে দান করেন। সে দানকৃত জায়গায় উক্ত শিলক নদী হতে বালি উত্তোলনের জন্য জোরপূর্বক দখল করে আছেন। (গ্রামঃ সুখবিলাস, পোঃ পদুয়া, থানাঃ রাংগুনীয়া)

১৩) ২০১৮ ইং তে ৩০টি পরিবারের উপর অত্যাচারের কাহিনি ডেইলি ষ্টার পত্রিকায়

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।

নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …

Leave a Reply

Translate »