ব্রেকিং নিউজ

পদ আর পদবী

পদ আর পদবীর জন্য কয়েকজনে মিলে একটা সংঘটন করার রেওয়াজ যেমন নুতন নয় তেমনি একটি কার্যকরি সংগঠনকে পদ আর পদবির দ্বন্ধে যে বলি হতে হয় কিংবা লুপ্ত হতে হয় তা ও নিশ্চই অজানা নয় – ভেবে দেখুন তবে আমাদের কি করা উচিত? একটা ভালো মানুষ হউন দেখবেন আপনি নিজেই একটি প্রতিষ্ঠান/সংগঠন হয়ে গেছেন। পদ আর পদবি পেলেন কিন্তু যার কোন কার্য কারীতা নেই, তাতে কি কোন ফল আপনি পাবেন? না কেউ পাবে? তার থেকে একজন ভালো মানুষ হন তার ফল যেমন নিজে পাবেন এবং আপনার ভালো মানিসিকতার ফল অন্যরা ও পাবে। জগতের সকল প্রানী সুখী হউক বলা এবং করা শুরু করেন দেখবেন নিজে যেমন সুখী হতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে অন্যরা ও আপনার সাহচর্যে সুখের আস্বাদ গ্রহনে উজ্জীবিত হবে। যদি হয় স্বজন তেতুল পাতায় ন’জন – জগতের সকল প্রানী সুখী হউক।

কমেন্ট থেকে সংযুক্তি নিম্নরূপ (আপনারটা পেলে তাও যুক্ত হবে)ঃ

পূজনিয় Ven Dipananda লিখেছেন, “আমরা প্রত্যেকেই এক একটি প্রতিষ্ঠান, এক একটি সংগঠন। কাজেই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যা সমাজের জন্য, ধর্মের জন্য, নিজের জন্য কল্যাণ বয়ে আনতে বাধ্য হয়। আমরা কোন সংগঠন চাই না, আমরা চাই একজন সমাজ কর্মী, মানবতার কর্মী। এর চেয়ে বেশি কিছু আছে বলে আমার ধারণা নেই। সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে নিজের মেধা, গুণাবলি ও সততাকে সীমাবদ্ধ বা জেল বন্দী না রেখে আসুন আমরা সবাই উন্মত্তভাবে ধর্ম, সমাজ ও মানবতার জন্য কাজ করি।”

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »