ব্রেকিং নিউজ

ড.এফ দীপাংকর মহাথের (ধূতাঙ্গ সাধক)মহাদয়ের একক সদ্ধর্মদেশনা

ঐতিহ্যবাহী চান্দঁগাও সদ্ধর্মগ্রাম বৌদ্ধ জনপদের দেব- মানব পূজ্য, বিনয়াচার্য, ধূতাঙ্গসাধক,বিশিষ্ট শিক্ষাবিদ পূজনীয় ড.এফ দীপাংকর মহাথের মহাদয়ের একক সদ্ধর্মদেশনা। ঐতিহ্যবাহী চান্দঁগাও সার্বজনীন সেবক সেবিকা সংঘের উদ্যাগে একক সদ্ধর্মদেশনার আয়োজন করেন উক্ত একক সদ্ধর্মদেশনায় পূজনীয় ভান্তে আসক্তি,অবিদ্যা,তৃষ্ণা ও অনিত্য নিয়ে সুন্দর ভাবে উপমা দিয়ে বুদ্ধের মুখনিসৃত বানী দেশনা করেন।

একক সদ্ধর্মদেশনায় উপস্থিত ছিলেন চান্দঁগাও সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত এস. লোকজিৎ থের ও অন্যন্যা পূজনীয় ভিক্ষুসংঘ। অমিয় বাণী শ্রবণ করে ভক্তবৃন্দ মুগ্ধ হন। চাঁদগাও সার্বজনীন সেবক সেবিকা সংঘের উদ্যাগে সকালবেলা পিন্ডচারণ সহ সংঘদান,অষ্টপরিস্কার দান করা হয়। বিকালবেলা একক সদ্ধর্মদেশনা শুরু হয়। উক্ত একক সদ্ধর্মদেশনায় হাজার হাজার পূণ্যার্তী বুদ্ধের মূখনিসৃত বাণী শ্রবণের করেন।
জগতের সকল প্রাণী সুখী হোক।।

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »