ব্রেকিং নিউজ

গৌবিন্দ ঠাকুরের অলৌকিক জীবন কাহিনী-সংগ্রহে বকুল বড়ুয়া

দ্বিতীয় পর্ব-
কথিত আছে মুষল ধারে বৃষ্টির মধ্যে বিনা ছাতায় শুস্ক বস্ত্রে তিনি বিচরণ করতেন।সকলের সমক্ষে অন্তধান হয়ে মূহুতেই অন্যত্র আভিভূর্ত হতেন।বহুদূর দূরান্তে কোন ভক্ত তাঁর আগমন ইচ্ছা করলে,বা তাঁর সম্পর্কে কিছু বললে তা তিনি জানতে পারতেন এবং তার নিকট হঠাৎ উপস্তিত হয়ে তাদেরই কথা বা ইচ্ছা নিজে মন্ত্রের ন্যায় পুনঃ পুনঃ বলতে থাকতেন,দূর প্রবাসে কোন জ্ঞাতী দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলে বা কারো কোন কিছু হারানো গেলে গুরু ঠাকুর তাদের সন্ধান অনায়েসে বলে দিতে পারতেন।
আমার বয়ঃজৈষ্ট্যদের কাছ থেকে গুরু ঠাকুরের অনেক অনেক অলৌক গুনাবলি শুনেছি।তার মধ্যে একটা ঘটনা উল্লেখ্য করি,আমাদের গ্রামে একদিন এক গর্ভবতী মহিলা প্রসব বেদনায় ছটপট করছিলেন,এই অবস্তাই তার শ্বাশুড়ী মনে মনে গুরু ঠাকুর কে ডাকছিলেন বউ যেন প্রসব বেদনা হতে মুক্তি পাই।অমনি কোথা হতে হঠাৎ গুরু ঠাকুর তাদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন,এবং যেতে যেতে বলতে লাগলেন যার ব্যাথা তার শান্তি।সাথে সাথেই ঐ মহিলা প্রসব বেদনা হতে মুক্তি পেলেন।
সেই থেকে এখন ও পযন্ত অনেক গর্ভবতী মহিলা সুপ্রসব করার জন্য,গুরু ঠাকুরের আর্শীবাদ প্রার্থনা করে।

# চলমান#

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

গৌবিন্দ ঠাকুরের অলৌকিক জীবন কাহনী – সংগ্রহে – বকুল বড়ুয়া ( তৃতীয় পর্ব)

তৃতীয় পর্ব….. গুরু ঠাকুরের স্মৃতি মন্দিরের উত্তর দিকে,ডাবুয়া খালের পুর্ব পাশে ইসহাকের মা’র ঘোনা নামে …

Leave a Reply

Translate »