ব্রেকিং নিউজ

বিভিন্ন দেশের পদস্হ সেনা কর্মকতা রামুতে

রামুর বুদ্ধমূর্তি পরিদর্শনে ১৩ দেশের পদস্থ সেনা কর্মকর্তারাকক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়িতে প্রতিষ্ঠিত দেশের বৃহৎ বুদ্ধমূর্তি পরিদর্শন করেছেন ১৩ দেশের পদস্থ সেনা কর্মকর্তারা। গতকাল বুধবার দুপুর ১টায় উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত ‘ভূবন শান্তি একশ’ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি’ পরিদর্শনে আসেন বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, হাঙ্গেরী, ফিলিফাইন, সৌদিআরব, পাকিস্তান ও মিয়ানমারের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। ১৩ দেশের সেনা কর্মকর্তারা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছলে অতিথিদের স্বাগত জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন রামু সেনা নিবাসের ৪০ ব্রিগেড কমান্ডারসহ পদস্থ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, ‘ভূবন শান্তি একশ’ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভিক্ষু করুনাশ্রী থের, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগ সভাপতি জাবেরুল কালাম আজাদ প্রমুখ।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »