ব্রেকিং নিউজ

বিশ্বশান্তি প্যাগোডায় ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

14881699_1122296641158071_1400535392_o

বিশ্বশান্তি প্যাগোডায় ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গত ২৮ অক্টোবর  শুক্রবার  সংঘরাজ ভিক্ষু মহামন্ডল পরিচালিত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিশ্বশান্তি প্যাগোডায় ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ২টায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন  চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চবি উপাচার্য তার বক্তব্যে  আরও বলেন, ‘বৌদ্ধ দর্শনের মূল বাণীই হচ্ছে শান্তি ও মানবতা। কোনো ধর্মেই সন্ত্রাস, জঙ্গিবাদ, হানাহানি, সহিংসতা, গোত্র-বিভেদ ইত্যাদি নেতিবাচক কর্মকাণ্ডের স’ান নেই। বুদ্ধের অহিংসার অমীয় বাণী অনুধাবন ও অনুশীলনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সে লক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাঙ্খিত ও দৃশ্যমান ভূমিকা রাখাতে হবে।’
পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ উপ- সংঘরাজ , শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্বশান্তি প্যাগোডার অধ্যক্ষ ভদন্ত ড. জিনবোধি মহাথের।
অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে উপ – সংঘরাজ শ্রুতিধর ভদন্ত শীলানন্দ মহাথের মহোদয়,  হাটহাজারী অঞ্চলের সংঘ প্রধান ভদন্ত আর্যশ্রী মহাথের, জোবরা সুগত বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত  বিপুল সেন থের, প্রশান্ত বড়ুয়া , মদন মোহন বড়ুয়া, প্রভাষক অরূপ বড়ুয়া ,অনুত্তর বড়ুয়া মহোদয়

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিশ্বশান্তি প্যাগোডার উপাধ্যক্ষ, ভদন্ত জে. ধর্মবোধি ভিক্ষু।

সঞ্চালনায় ভদন্ত জে. ধর্মবোধি ভিক্ষু, শ্যামল বড়ুয়া

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »