ব্রেকিং নিউজ

জীবনের সার্থকতা – লিখেছেন – বিপুলানন্দ ভিক্ষু

আপনার জীবন কি ভাবে সার্থক করবেন
___________________________________

আপনি যতই উপরে উঠুন না কেন, একদিন না একদিন পড়ে যাবেন, কিন্তু আবার ঘুরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ এবং আপনি যতই অসাধারণ মানুষ হন না কেন, অথবা যতই ভালো কাজ করেন না কেন সবাই আপনাকে পছন্দ করবে এমন নয়। ব্যাস্তব জীবনে নানা জনের নিন্দা সমালোচনা বাঁধা বিপত্তি প্রতিপক্ষ থাকবে। তারপরও ভালো কাজে অাপনি উৎসাহ, ধৈর্য হারাবেন না। ব্যার্থ হওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সাধারণ মানুষেরা ভালো বেতনে চাকরী, একটু ভালো প্রমোশন, ব্যবসায়ে উন্নতি, গাড়ী বাড়ী, কিছু টাকা পয়সা নিয়ে জীবন সার্থকতা খুজে নিবে। যদি আপনি তাদের দলের না হন তাহলে আপনি জীবনে একটি এমন মহৎ কাজ করুন যা আপনার পরিবার প্রিয়জন, জ্ঞাতী, দেশবাসী সকলে গর্বিত হয়। তার সুফল ভোগ করে সুখী হয়। নিজের মানব জীবন সার্থক হয় মানুষেরা মনে রাখবে। যে ক’দিন বেঁচে থাকবেন গর্বিত হয়ে সফল মানুষ হিসাবে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের মডেল হয়ে থাকুন। মানুষেরা আপনার আগমন প্রত্যাশা করবে, আপনার মখে কিছু শুনতে চাইবে, নিজ থেকে আপনার সাথে পরিচিত হতে চাইবে এবং অনেকেই আপনাকে নিজের প্রিয়জন আত্মীয় হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করবেন। মৃত্যুর সময় এমন মহৎ কাজ করতে পেরেছি বলে নিজেকে নিজে ধন্য মনে করে হাসি মুখে মৃত্যু বরণ করবেন। জন্ম নিবেন আনন্দলোকে বিমুক্তির প্রত্যয়ে।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »