ব্রেকিং নিউজ

বনভান্তের কথা-

তোমাদের মাঝে বুদ্ধ আছে বলে জানবে-
==============================
একসময় পরম শ্রদ্ধেয় বনভন্তে ধর্মদেশনা প্রদানকালে বলেন, বুদ্ধ বলেছেন, ‘জগতে যত প্রকার দুঃখ সৃষ্টি হয়, সবই মূর্খতার দ্বারা।’ মূর্খ মানুষ অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী, দুষ্কর্মকারী, দুর্বাক্য ভাষনকারী, দুশ্চিন্তাকারী।

যারা পণ্ডিত তারা সুচিন্তাকারী, সুবাক্য ভাষণকারী, সুকর্মকারী। এরা মঙ্গল সাধন করবে।

বুদ্ধ আরো বলেছেন, ‘জগতে যত প্রকার দূষণীয় জিনিস আছে, তন্মধ্যে মিথ্যাদৃষ্টি হল মহাদূষনীয়।’ মিথ্যাদৃষ্টি মানুষ কি করে জান? নিজের ও অন্যের জন্য অমঙ্গল, বিপদ ও দুঃখ ডেকে নিয়ে আসে।

বুদ্ধধর্ম কিভাবে আচরণ করবে, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। তোমরা লোভ করবে না, হিংসা করবে না, অহংকার করবে না, পাপ করবে না; কারো প্রতি অন্যায় করবে না, ক্ষতি করবে না, ঠকাবে না। যতদূর পার সাহায্য-সহযোগিতা ও পারলে উপকার করবে, অপকার করবে না।

তোমাদের মাঝে বুদ্ধ আছে বলে জানবে। নির্বাণ খুঁজে খুঁজে হয়রান হতে হবে না। সত্যধর্ম আচরণ ও অনুশীলন করলে এমনিতেই নির্বাণ লাভে অগ্রসর হতে পারবে।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »