ব্রেকিং নিউজ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র
উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার
পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন
==============================
সংবাদঃ ##উজ্জ্বল কান্তি বড়ুয়া##
.
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র আয়োজনে উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ২০ অক্টোবর ২০১৬ বৃহষ্পতিবার নগরীর কাতালগঞ্জস্থ নবপন্ডিত বিহার মিলনায়তনে সংগঠনের সভাপতি মি. পুষ্পেন বড়ুয়া কাজলের সভাপতিত্বে ভদন্ত করুনানন্দ ভিক্ষু পবিত্র ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনু্ষ্ঠানে আশির্বাদক হিসাবে উপস্থিত থেকে আশির্বাণী প্রদান করার কথা ছিল বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, সংঘনায়ক, ধর্মাধীপতি শুদ্ধানন্দ মহাথের মহোদয়, কিন্তু অসুস্থতা জনিত কারনে উপস্থিত থাকতে না পারলেও তিনি সংগঠন ও অনুষ্ঠানের সাফল্য কামনা করে আশির্বাণী পাঠান তা পাঠ করেন মি. সিজার বড়ুয়া, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ টেলিভিশন-চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মি. মনোজ সেনগুপ্ত, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিষ্ট ইয়ুথ’র কো-চেয়ারম্যান, প্রচার সংঘ যুব’র সাধারন সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া। সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র যুগ্ম- মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও মি. দেবপ্রিয় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌঃ পরিতোষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাঃ সম্পাদক মি. স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ -মহিলা শাখার সাঃ সম্পাদক মিসেস চম্পাকলি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – চট্রগ্রাম’র সভাপতি প্রকৌঃ সীমান্ত বড়ুয়া, ড. কুন্তল বড়ুয়া, মি. দিপন কান্তি বড়ুয়া, এ্যড. রিয়েল বড়ুয়া, মি. দেবপ্রিয় বড়ুয়া দেবু। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই মহামানব গৌতম বুদ্ধকে শ্রদ্ধাভরে প্রনাম জানিয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবকে ধন্যবাদ জানান অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এহেন সুন্দর অনুষ্ঠান আয়োজন করে তাঁকে প্রধান অতিথি করার জন্য। এছারা আরো উপস্থিত ছিলেন ভদন্ত উপানন্দ মহাথের, মি.অঞ্চল কুমার তালুকদার, মি. কমলেন্দু বিকাশ বড়ুয়া, লায়ন পূর্নেন্দু বিকাশ বড়ুয়া, মি. দুলাল কান্তি বড়ুয়া দুলু, শিক্ষক বিমল কান্তি বড়ুয়া, মিসেস গৌরি বড়ুয়া, মিসেস কেমি বড়ুয়া মুক্তা, মি. শ্যামল চৌধুরী, মি. উজ্জ্বল কান্তি বড়ুয়া, মি. চান্দু বিকাশ বড়ুয়া, মি. মিথুন চৌধুরী, মি. রুদয়ন বড়ুয়া, মি. অবিনাশ বড়ুয়া, মি. বাপ্পি বড়ুয়া, মি. দেবাশিষ বড়ুয়া, মি. উপদেশ বড়ুয়া, মি. অভি বড়ুয়া, মি. সুমন বড়ুয়া কমল, মি. সুমন বড়ুয়া প্রয়াস,মি. তিলক বড়ুয়া, মি.রনজিত বড়ুয়া সহ পূজনীয় ভিক্ষুসংঘ ও মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক, খ ও গ শাখায় বিভক্ত বিভিন্ন ইভেন্টে ৭৫ জন বিজয়ীর মধ্যে ৩ জনকে স্বর্ণপদক সহ সকল বিজয়ীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মি. বিজয় বড়ুয়া বাপ্পা ও মি. সুমন বড়ুয়া।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »