ব্রেকিং নিউজ

মৃত্যু ছিনিয়ে নিয়ে যায় সবকিছু তাই চিত্তের অনুশীলন প্রয়োজন লিখেছেন-ইলা মুৎসুদ্দী

elamutsuddi

হায়রে মানব ——আমরা কতই না অসহায় মৃত্যুর কাছে। আমরা জানি মৃত্যু অবধারিত তবু আমরা সবসময় ভাবি আমাদের কোনসময় মৃত্যু আসবে না। আজ রাজীব চলে গেল খুবই অসময়ে যাহা কারো কাম্য ছিল না। আমরা যতই পুণ্যকর্ম করি না কেন যদি আমাদের অতীত জন্মের কোন কর্মবিপাক থাকে তাহলে আমাদের অকাল মৃত্যু কেউ রোধ করতে পারবে না। অকালমৃত্যু অনেকভাবেই হতে পারে। দুর্ঘটনাজনিত কারণে, পানিতে ডুবে মৃত্যু, সাপের কামড়ে মৃত্যু, আত্মহত্যাজনিত কারণে, জটিল রোগে আক্রান্ত হয়ে কিংবা হঠাৎ করে অচেতন অবস্থায়, আবার কোনরকম অসুখ ছাড়াই ষ্ট্রোক করে। আমরা নিজেরাই জানিনা কোন সময় মৃত্যু এসে হানা দিবে আমার জীবনে। আমাদের পিছনে যমদূত সর্বদা হাঁটছে। আমরা দেখতে পাই না বলেই আমাদের কতই না অহমিকা বাড়ী, গাড়ী, ধনসম্পদ নিয়ে। অথচ দেখুন একনিমেষেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় সব। কিন্তু এই যে আপনি দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করেছেন, হয়তো মামলা মোকদ্দমা করে সম্পত্তি সংরক্ষণ করেছেন এসবের কিছুই সাথে নিয়ে যেতে পারবেন না। সেদিন একজন ভান্তে দেশনায় বলেছিলেন, আমরা চিত্তের অনুশীলন কখনোই করি না। কারণ এই মুহুর্তে আমি ব্যথা পেলাম, তাহলে ব্যথায় মগ্ন থাকব। সেই মুহুর্তে যদি আমার মৃত্যু হয় তাহলে অপায়ে গমন নিশ্চিত। কারণ আমার মনচিত্ত তো স্থির ছিল না। সেজন্য আমাদের সবসময় চিত্তের স্থিরতার অনুশীলন খুবই প্রয়োজন। আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। সবসময় কুশল কর্মের দিকে মনকে ধাবিত করতে হবে। আমরা যদি সচেতন না থাকি, চিত্তের স্থিরতার চর্চা না করি তাহলে যতকিছুই করি না কেন মৃত্যুর সময় আমাদের চিত্ত কখনোই স্থির থাকবে না। অনেকেই বলবেন হয়তো ধর্মের অনুশীলন আছে, ভাবনার অনুশীলন আছে কিন্তু চিত্তের অনুশীলন তো কোনদিন শুনিনি। তাই প্রতিদিন চিত্তকে অনুশীলনের জন্য সচেষ্ট হউন। কারণ আমরা সকলেই মৃত্যুর অধীন। যে কোন সময়, যে কোন মুহুর্তে মৃত্যু এসে আমাদের সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। মৃত্যুর জন্য বয়স লাগে না। আজ যে জন্ম নিয়েছে সে যেমন মরবে, অনুরূপভাবে যিনি বয়োবৃদ্ধ কিংবা তরুণ তারা ও মরবে। তাহলে আর দেরী কেন? নিজের জন্য সময় বের করুন। যাদের জন্য এতকিছু করছেন, মৃত্যুকালে কেউ সাথে যাবে না। বরং অসুস্থ হয়ে দিনের পর দিন যখন বিছানায় পড়ে থাকতে হবে তখন যাদের জন্য এত ত্যাগ করেছেন তারা ও ফিরে দেখবে না। এটাই জগতের নিয়ম। সময় থাকতে নিজের পুণ্য ভান্ডার পরিপূর্ণ করুন দান শীল ভাবনার মাধ্যমে। সকলের জয়মংগল হোক।

 

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

খুব সংক্ষেপে মহাসতিপট্ঠান সহায়িকা

একূশটি উপায়ে অরহ্ত্ত্ব লাভের উপায় তথা কর্মস্থান সংযূক্ত গভীর অর্থসংযুক্ত মহাসতিপট্ঠান সূত্তI এখানে একুশটি উপায়ে …

Leave a Reply

Translate »