ব্রেকিং নিউজ

বৌদ্ধ হওয়ার গল্প: বৌদ্ধ ধর্ম গ্রহন করেছেন ডা. যাকির নায়েক

jakirnayok

বৌদ্ধ ধর্ম গ্রহন করেছেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ ও ইসলাম বেবসায়ী ডা. যাকির নায়েক।

আজ মুম্বাই শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি।

যাকির নায়েক বলেন, আমি বৌদ্ধ ধর্ম গ্রহন করেছি। এখন থেকে আমার নাম জোকাই লামা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ দিন যাবত আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে। বিভিন্ন দেশে গিয়ে আমি বক্তৃতা করি। ইসলাম বিক্রয় করি। পিস টিভি চালাই। এতে করে আমার আয় রোজগার খারাপ হয় না। একদিন আমি একটি হাদিসের সন্ধান পেলাম। সেখানে বলা আছে, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও।

আবেগঘন কণ্ঠে যাকির নায়েক বলেন, চীন দেশে যাওয়ার অনেক খরচ। তাই পয়সা বাচানর জন্য আমি সাংহাই বেইজিং না গিয়ে ঠিক করলাম, তিব্বত যাব।

তিনি বলেন, তিব্বত গিয়ে আমি বুঝতে পারলাম, ইসলাম নয়, বৌদ্ধ ধর্মই আসল ধর্ম।

যাকির নায়েক বলেন, তিব্বতে তিন দিন কাটানর পর আমি স্থানীয় এক লামার কাছে গিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহন করি। এখন আমার নাম জোকাই লামা।

তিনি বলেন, বুদ্ধাং শারানাং গাচ্ছামি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জোকাই লামা বলেন, নিজের পরিচালিত পিস টিভির নাম পাল্টে ওম শান্তি টিভি রাখার পরিকল্পনা করছেন তিনি।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »