ব্রেকিং নিউজ

ছড়াকার সুকুমার বড়ুয়ার সংক্ষিপ্ত জীবনী

sukumar_pic-233x300

বিশিষ্ট শিশুসাহিত্যিক সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতাঃ সর্বানন্দ বড়ুয়া (নিরুদ্দেশ ১৯৪৩), মাতাঃ কিরণ বালা বড়ুয়া (মৃত্যুকাল ১৯৬১) । সহধর্মিনীঃ ননী বালা বড়ুয়া, বিবাহকালঃ ১৯৬৪, সন্তানঃ তিন মেয়ে ও এক ছেলে, শিক্ষাঃ স্বশিক্ষিত, পেশাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মরত (১৯৬২-১৯৯৯)। প্রকাশিত প্রথম ছড়াঃ ‘বৃষ্টি নেমে আয়’, প্রকাশিত প্রথম গ্রন্থঃ পাগলা ঘোড়া (১৯৭০,বাংলা একাডেমী), লেখা শুরুঃ ২০ বছর বয়সে, লেখার সংখ্যাঃ সহস্রাধিক, এ র্পযন্ত প্রাপ্ত সংবর্ধনা,সম্মাননা ও ক্রেস্টের সংখ্যাঃ ৪৫টি,বিশেষ সম্মাননাঃ ৬০ এর অধিক,নিজ নামে ছড়াসহ লেখালেখি করেছেন ১১০ জনের অধিক। ১৯৭৮ থেকে একাধিক লেখা স্কুল পাঠ্য।

প্রাপ্ত উল্লখেযোগ্য সংবর্ধনা/সম্মাননা/ পুরস্কারঃ
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার – ১৯৭৭
ঢালী মনোয়ার স্মৃতি পুরস্কার – ১৯৯২
বৌদ্ধ একাডেমী পুরস্কার – ১৯৯৪
বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার – ১৯৯৭
ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা – ১৯৯৭
অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার – ১৯৯৭, ২০০৯
জনকন্ঠ প্রতিভা সম্মাননা – ১৯৯৮
আলাওল সাহিত্য পুরস্কার – ১৯৯৯
চোখ সাহিত্য পুরস্কার – ১৪০৬ ( ভারত, ১৯৯৯)
নন্দিনী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব – ২০০০ (শিশুসাহিত্য)
শিরি এ্যাওয়ার্ড – ২০০৫
শব্দপাঠ পদক – ২০০৬
চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা – ২০০৬
অবসর সাহিত্য পুরস্কার – ২০০৬
মোহাম্মদ মোদাব্বের-হোসনে আরা স্মৃতি পুরস্কার – ২০০৭
লেখিকা সংঘ সাহিত্য পদক – ২০০৭
লিমেরিক সোসাইটি পুরস্কার – ২০০৯
রাউজান ক্লাব সংবর্ধনা – ২০০৯
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার – ২০১০
অনোমা সম্মাননা গ্রন্থ ও সংর্বধনা – ২০১১
চট্টগ্রাম সমিতি সম্মাননা – ২০১২
বীরপ্রসূ পত্রিকা সম্মাননা – ২০১২
আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা – ২০১৩
চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার – ২০১৪
আমিন জুয়েলার্স গুণীজন সম্মাননা – ২০১৬

প্রকাশিত গ্রন্থসমূহঃ
পাগলা ঘোড়া (১৯৭০, বাংলা একাডেমী)
ভিজে বেড়াল(১৯৭৬, মুক্তধারা)
চন্দনা রঞ্জনার ছড়া (১৯৭৯, মুক্তধারা)
এলোপাতাড়ি(১৯৮০, বাংলা একাডেমী)
নানা রঙের দিন (১৯৮১, শিশু একাডেমী)
সুকমার বড়ুয়ার ১০১ টি ছড়া (১৯৯১, বিশ্বসাহিত্য কেন্দ্র)
চিচিং ফাঁক (১৯৯২, ওলটপালট প্রকাশনী)
কিছু না কিছু (১৯৯৫, বিশাকা প্রকাশনী)
প্রিয় ছড়া শতক( ১৯৯৭, মিডিয়া)
বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া (১৯৯৭, সৌগতঃ ভিক্ষু সুনন্দপ্রিয়)
ঠুস্ঠাস্ (১৯৯৮, প্রজাপতি প্রকাশন)
নদীর খেলা ( ১৯৯৯, শিশু একাডেমী)
আরো আছে( ২০০৩, আরো প্রকাশন)
ছড়া সমগ্র (২০০৩ , সাহিত্যিকা )
ঠিক আছে ঠিক আছে (২০০৬, প্রবাস প্রকাশনী – লন্ডন)
কোয়াল খাইয়ে( ২০০৬, বলাকা – চট্টগ্রাম)
ছোটদের হাট(২০০৯, শিশু একাডেমী)
লেজ আবিষ্কার (২০১০, প্রথমা প্রকাশনী )
মজার পড়া ১০০ ছড়া (২০১২, এডরন পাবলকিশেন)
সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার ১ (২০১২, নান্দনিক)
সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার ২ (২০১২, নান্দনিক)
চন্দনার পাঠশালা (২০১৪, পঙ্খীরাজ)
জীবনের ভেতরে বাইরে(২০১৫, রাতুল গ্রন্থ প্রকাশন)

ফেলোঃ ১০৬-বাংলা একাডেমী, উপদেষ্টাঃ চট্টগ্রাম একাডেমী,মধ্যম বিনাজুরি সুকুমার তরুণ সংঘ, ব্র্যাক, কেন্দ্রীয় খেলাঘর, কেন্দ্রীয় কচিকন্ঠের আসর, একাধিক বৌদ্ধ পত্রিকা। প্রতিষ্ঠাতাঃ মধুমাছি খেলাঘর আসর(ঢাকা বশ্বিবদ্যিালয় – ১৯৭৯), সুকুমার শিশু পাঠাগার-২০০২( নিজ পৈতৃক নিবাস, মধ্যম বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম – সরকারি অর্থে উপজেলা চেয়ারম্যান এর সহযোগতিায় অবকাঠামো উন্নয়ন -২০১৫)

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

খুব সংক্ষেপে মহাসতিপট্ঠান সহায়িকা

একূশটি উপায়ে অরহ্ত্ত্ব লাভের উপায় তথা কর্মস্থান সংযূক্ত গভীর অর্থসংযুক্ত মহাসতিপট্ঠান সূত্তI এখানে একুশটি উপায়ে …

Leave a Reply

Translate »