ব্রেকিং নিউজ

নিকায় মিলনে অগ্রগতি

14355149_1200589873334831_984457881377537691_n 14370079_1200590153334803_3048504713205874655_n

উপসংঘনায়ক বনশ্রী মহাথেরোর বিরুদ্ধে
সংঘরাজ ভিক্ষু মহাসভার আজ মামলা প্রত্যাহার
=================================
গত ১সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে ড.বিকিরন প্রসাদ বড়ুয়ার বাসায় এক সমঝোতা চুক্তি হয়, তাতে উপসংঘনায়ক বনশ্রী মহাথের মহোদয় সংঘরাজ নিকায় ও সংঘরাজ সারমেধ সম্পর্কে যা লিখেছেন তার জন্য দুঃখ প্রকাশ করায় ও লিখিত বক্তব্য প্রত্যাহার করায় তার আলোকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা আজ মামলা প্রত্যাহার করেছে বলে জানা যায়। আজ সারাদিন মিথ্যাচারে মেতে উঠে একদল অসুন্দর সুযোগ সন্ধানীরা।
.
এনিয়ে মহাসভার মহাসচিব ভদন্ত লোকজিত ভিক্ষু, উনার ফেইস বুক স্টাটাসে জানান, সকল তরুণ তরুণী সমাজকে অভিনন্দন, অাপনাদের দাবী ছিল নিকায় মিলন, দীঘ এক বছরে বহু চেষ্টায় সমঝতার মাধ্যমে আজ নিকায় মিলনের প্রধান বাধা মামলা প্রত্যাহার করা হল, এটা জয় পরাজয় নয়, এটা শান্তির চুক্তি, ভালবাসার বন্ধন.সকল ভিক্ষু সংঘের প্রতি কৃতঋণী তাদের সহযোগীতা না হলে এটা সম্ভব হত না, অভিনন্দন উপসংঘনায়ক বনশ্রী মহাথের, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, চুক্তির অন্যতম প্রচেষ্টাকারক ড.বিকিরন প্রসাদ বড়ুয়া। মাননীয় ভিক্ষু সংঘ বিভিন্ন লেখায় অপনারা আমাকে ভূল বুঝবেন না, ২৫ সেপ্টেম্বর ২০১৬ এতিহ্যবাহী পুন্যতীথ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরি পরিষদের মিটিং আছে। উক্ত সভায় আপনারা চুক্তিপত্র দেখতে পাবেন যাতে সংঘরাজ নিকায়ের স্বার্থ বিরোধী কোন চুক্তি হয়নি।
.
এদিকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কতৃর্ক প্রচারিত বিজ্ঞপ্তির আলোকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এদিকে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুত্রে জানা যায় এটা মামলা খারিস নয়, উভয়ের সমঝোতা, এটা নিয়ে মিথ্যাচার না করার জন্য বলেন।
.
আসুন এ নিকায় মিলনের সুন্দর চুক্তি কে মিথ্যাচারে নষ্ট না করে এই সুন্দর পথচলার অগ্রযাত্রাকে অভিনন্দিত করি।
———————————————————————————–
সাধু, সাধু, সাধু–

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »